Wednesday, August 27, 2025

মহিলা কনস্টেবলকে আক্রমণ, অভিযুক্তকে এনকাউন্টারে মারল যোগীর পুলিশ

Date:

ট্রেনের মধ্যে অশান্তি ও মহিলা পুলিশকর্মীকে মারধোরের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টারে(Encounter) মারল উত্তরপ্রদেশ পুলিশ(UP Police)। গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিযুক্তের দুই সঙ্গীও। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ৩০ আগস্ট অযোধ্যা(Ayodhya) স্টেশনে সরযূ এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা কনস্টেবলকে। ধারাল অস্ত্র তাঁর মুখ কোপানো হয়েছিল। সেই সঙ্গে মারধর করে ভেঙে দেওয়া হয় মাথার খুলিও। গুরুতর অবস্থায় ওই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও লখনউয়ের হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এই ঘটনা প্রকাশ্য আসতেই স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করে এলাহাবাদ হাই কোর্ট। তদন্ত চলাকালীন জানা যায়, ট্রেনের সিটে বসা নিয়ে মহিলা পুলিশকর্মীর সঙ্গে বচসায় জড়ায় অভিযুক্ত আনিস ও তার দুই সঙ্গী আজাদ খান ও বিশ্বম্ভর দয়াল। তার পরেই ওই কনস্টেবলকে আক্রমণ করে তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে অভিযুক্তদের খোঁজ পেয়ে শুক্রবার সকালে অভিযানে নামে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতারি এড়াতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে আনিস ও তার দুই সঙ্গী। বেশকিছুক্ষন গুলির লড়াই চলার পর পুলিশের গুলি লেগে গুরুতর আহত হন আনিস। পরে তাঁর মৃত্যু। আনিসের দুই সঙ্গী আজাদ খান ও বিশ্বম্ভর দয়ালও গুলিবিদ্ধ হয়েছে। তবে পরে তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী রতন শর্মাও আহত হয়েছেন এনকাউন্টার চলাকালীন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version