সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার কারণে আশঙ্কা ছিল, উৎসবের মরশুমে রাজ্য সরকার আদৌ বাজি বাজারের অনুমতি দেবে কিনা? যা নিয়ে বাজি ব্যবসায়ীদের একটি বড় অংশ উদ্বেগে ছিলেন। তবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের একটি বিজ্ঞপ্তি বাজি ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে। পুজোর মরশুমে এবারেও প্রতি জেলায় জেলায় বাজি বাজার বসবে। এবং প্রতিবার সেখানে সাত দিন বাজারের অনুমতি দেয় প্রশাসন, সেখানে এবারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজি বাজার চলবে এক মাস।বাজি বাজার বসলেও একাধিক নির্দেশিকাও জারি করা হয়েছে সরকারের তরফে।
প্রসঙ্গত, রাজ্যের পাঁচটি জেলায় ইতিমধ্যেই সবুজ বাজি তৈরি করার ক্লাস্টার করার কাজ শুরু হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। সবুজ বাজি নির্মাণকে কেন্দ্র করে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সুনিশ্চিত করেছে রাজ্য সরকার। তবে একটি বিষয়ে রাজ্য সরকার তীক্ষ্ণ নজর রেখেছে, তা হল কোনভাবেই যেন নিষিদ্ধ বাজি অবৈধ বাজি তৈরীর কারখানায় তৈরি না হয়। পুলিশের কাছে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের শীর্ষ মহলের তরফে, যেখানেই অবৈধ বাজি কারখানার খোঁজ মিলবে সেখানেই পুলিশ অভিযান চালিয়ে সেই বাজি কারখানার কাজ বন্ধ করবে। আটক করা হবে অবৈধ বাজি কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিদের। অন্যদিকে সবুজ বাজি তৈরির ক্ষেত্রে বিশেষ ছাড়পত্র দিয়েছে রাজ্য প্রশাসন। কারণ লক্ষ লক্ষ শ্রমিক বাজি নির্মাণের সঙ্গে জড়িত রয়েছে বলে।