Friday, November 14, 2025

তামিলনাড়ুকে বেশি জল দেওয়ার প্রতি.বাদে এবার বেঙ্গালুরু বনধের ডাক!

Date:

কাবেরী নদীর জলবণ্টনকে (Cauvery Water Management) কেন্দ্র করে সমস্যা যেন মিটতেই চাইছে না। এবার সরাসরি বনধের ঘোষণা। কর্নাটকে (Karnataka) আর তামিলনাড়ুর (Tamil Nadu) মধ্যে এই জলবণ্টন নিয়ে সমস্যা নতুন নয়। কাবেরী নদীর জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতেও যায় তামিলনাড়ু সরকার। সেই মামলায় ২০১৮ সালে দেশের শীর্ষ আদালত জানায় যে কোনও রাজ্য নদীর জলের অধিকার একা নিতে পারে না। এরপরেও সমস্যা মেটে নি। এবার তামিলনাড়ুকে (Tamil Nadu) বেশি জল দেওয়ার প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ১২ ঘণ্টা বেঙ্গালুরু (Bengaluru) বনধের ডাক দিল রাজ্যের কৃষক সংগঠন এবং কন্নড়পন্থী একাধিক গোষ্ঠী।

জলবণ্টন কমিটির এক আধিকারিক জানান, গত ১৯ সেপ্টেম্বর কাবেরী জলবণ্টন নিয়ে বৈঠক হয়। সেখানে কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়েছিল। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে কর্ণাটকের কৃষকরা। তাঁদের দাবি তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করে বেঙ্গালুরু (Bengaluru) বনধ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার অটো, অ্যাপ ক্যাব বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে। মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও কর্নাটক স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের মুখপাত্র জানিয়েছেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রেখে বাস নামানো হবে। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে বাস বন্ধ করে দেওয়া হবে। গত মঙ্গলবারের বৈঠকের পরই ক্ষোভে ফেটে পড়ে কন্নর কৃষক সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version