Saturday, August 23, 2025

তামিলনাড়ুকে বেশি জল দেওয়ার প্রতি.বাদে এবার বেঙ্গালুরু বনধের ডাক!

Date:

কাবেরী নদীর জলবণ্টনকে (Cauvery Water Management) কেন্দ্র করে সমস্যা যেন মিটতেই চাইছে না। এবার সরাসরি বনধের ঘোষণা। কর্নাটকে (Karnataka) আর তামিলনাড়ুর (Tamil Nadu) মধ্যে এই জলবণ্টন নিয়ে সমস্যা নতুন নয়। কাবেরী নদীর জল ছাড়া নিয়ে শীর্ষ আদালতেও যায় তামিলনাড়ু সরকার। সেই মামলায় ২০১৮ সালে দেশের শীর্ষ আদালত জানায় যে কোনও রাজ্য নদীর জলের অধিকার একা নিতে পারে না। এরপরেও সমস্যা মেটে নি। এবার তামিলনাড়ুকে (Tamil Nadu) বেশি জল দেওয়ার প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ১২ ঘণ্টা বেঙ্গালুরু (Bengaluru) বনধের ডাক দিল রাজ্যের কৃষক সংগঠন এবং কন্নড়পন্থী একাধিক গোষ্ঠী।

জলবণ্টন কমিটির এক আধিকারিক জানান, গত ১৯ সেপ্টেম্বর কাবেরী জলবণ্টন নিয়ে বৈঠক হয়। সেখানে কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়েছিল। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল। এরপর দুপক্ষের মধ্যে ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি হয়। এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে কর্ণাটকের কৃষকরা। তাঁদের দাবি তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করে বেঙ্গালুরু (Bengaluru) বনধ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার অটো, অ্যাপ ক্যাব বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে। মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও কর্নাটক স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের মুখপাত্র জানিয়েছেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রেখে বাস নামানো হবে। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে বাস বন্ধ করে দেওয়া হবে। গত মঙ্গলবারের বৈঠকের পরই ক্ষোভে ফেটে পড়ে কন্নর কৃষক সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দেওয়া হলে তার প্রভাব পড়বে রাজ্যে।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version