Thursday, November 13, 2025

৪ রাজ্যে নির্বাচনে জয়ের দাবি! I.N.D.I.A নাম নিয়ে ফের মোদিকে ক.টাক্ষ রাহুলের

Date:

Share post:

ভোটমুখী রাজ্যগুলিতে ভালো ফল করবে দল। এমনই ভবিষ্যৎবাণী করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, ২০২৪ লোকসভা নির্বাচন (Loksabha ELection) বিজেপির জন্য একটি ‘আশ্চর্যজনক’ কিছু ঘটতে চলেছে। পাশাপাশি কর্নাটকের শিক্ষা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেন সোনিয়া তনয়। রাহুল গান্ধীর কথায়, এখনও পর্যন্ত আমরা তেলেঙ্গানায় জিততে চলেছি, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে আমরা অবশ্যই জিতব, রাজস্থানে আমরা জয়ের কাছাকাছি এবং আমরা সেখানেও জিততে সক্ষম। আর তা দেখেই বিজেপি দলের অভ্যন্তরে শুরু হয়েছে জোর চর্চা। এদিন ৫টি রাজ্যের মধ্যে ৪টিতে জয়ের ঘোষণা করলেন রাহুল।

রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমরা কর্নাকে যা করেছি, যে কৌশলে লড়াই করেছি, বিজেপি কোনওভাবেই তা খণ্ডন করতে পারেনি। আজ দেখা যাচ্ছে, রমেশ ভিদুরি এবং নিশিকান্ত দুবে যা করছেন, এগুলি সব করা হচ্ছে শুধুমাত্র জাতিগত জনগণনা থেকে নজর ঘোরানোর জন্য। তাঁরাও জানেন, এটা মানুষ এটা চান মৌলিকভাবে, যদিও তাঁরা এই বিষয়ে আলোচনা চান না। রাহুলের আরও অভিযোগ, সংবাদমাধ্যমের একাংশকে কুক্ষিগত করে নিয়ে মানুষের মধ্যে ধারণা তৈরি করার চেষ্টা করছে বিজেপি। তাঁর আরও বলেন, “আমরা যখনই কোনও বিষয় তুলি, তখনই এই ধরণের কাজের মধ্যে দিয়ে নজর ঘোরানোর চেষ্টা করা হয়। আমরা এখন বুঝে গিয়েছি, কীভাবে এর মোকাবিলা করতে হবে।

রাহুল গান্ধীর অভিযোগ, দেশের নিত্যদিনের নানান সমস্যা থেকে নজর ঘোরাতেই এক দেশ, এক নির্বাচনের নীতি চালু করতে চায় মোদি সরকার। রাহুলের মতে, বিজেপির নজর ঘোরানোর কৌশলগুলির মধ্যে এটা একটা। তাঁর মতে, দেশের ইস্যু হল ধনসম্পদের অসম বণ্টন, ব্যাপক বেকারত্ব, দলিত, ওবিসি এবং আদিবাসী সমাজের প্রতি অন্যায় এবং মূল্যবৃদ্ধি। বিজেপি এগুলির মোকাবিলা করতে পারবে না। সেই কারণে রমেশ ভিদুরির মতো সাংসদকে দিয়ে এসব বলানো হয়েছে। এদিন ইন্ডিয়া জোট প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমরা দেশের নাম ইন্ডিয়ার মূল ধারণা, চিন্তাকে রক্ষা করতে চাই। সেইজন্য আমরা জোটের নাম দিয়েছি ইন্ডিয়া।

 

 

 

 

spot_img

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...