Friday, November 7, 2025

ফের সাগরে ঘূর্ণাবর্ত! পুজোর আগেই বঙ্গে ঘূর্ণিঝড় ‘তেজ’র ভ্রুকূটি

Date:

Share post:

পুজোর আর একমাসও বাকি নেই। জোরকদমে পুজোর শপিংয়ের জন্য বাড়তি ভরসা ছুটির দিনগুলো। কিন্তু দোসর বৃষ্টি।মুখভার আকাশের। কখনও ঝমঝমিয়ে কখনও আবার হালকা-মাঝারি বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। এর জেরে তাপমাত্রা খানিকটা কমলেও পুজোর আগে শপিং ভেস্তে যাচ্ছে। কবে থামবে বৃষ্টি?

আরও পড়ুনঃ একনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বৃষ্টি থামার এখনও কোনও লক্ষণই দেখতে পাচ্ছেন না। বরং পুজোর আগে আবারও ঘূর্ণাবর্তের কথা শুনিয়েছেন। হাওয়া অফিস জানিয়েছে,আগামী ২৮-২৯ তারিখ নাগাদ মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা পরবর্তী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে শেষ অবধি এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা এবং হলে তার অভিমুখ কোন দিকে থাকবে, আপাতত সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এর নাম দেওয়া হবে ‘তেজ’। তবে দিল্লির মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড় নিয়ে সুস্পষ্ট কোনও ইঙ্গিত দিতে পারেনি।

তবে গত কয়েকদিনের মতো কালো মেঘ বা বৃষ্টি রবিবার সকালে উধাও। মেঘ সরিয়ে এখনও সেভাবে রোদ না উঠলেও ছুটির দিনে বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে,উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পরেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে আরও কমে যাবে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি সোমবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। অপরদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিক।

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...