Saturday, August 23, 2025

ফের সাগরে ঘূর্ণাবর্ত! পুজোর আগেই বঙ্গে ঘূর্ণিঝড় ‘তেজ’র ভ্রুকূটি

Date:

পুজোর আর একমাসও বাকি নেই। জোরকদমে পুজোর শপিংয়ের জন্য বাড়তি ভরসা ছুটির দিনগুলো। কিন্তু দোসর বৃষ্টি।মুখভার আকাশের। কখনও ঝমঝমিয়ে কখনও আবার হালকা-মাঝারি বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। এর জেরে তাপমাত্রা খানিকটা কমলেও পুজোর আগে শপিং ভেস্তে যাচ্ছে। কবে থামবে বৃষ্টি?

আরও পড়ুনঃ একনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম
আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বৃষ্টি থামার এখনও কোনও লক্ষণই দেখতে পাচ্ছেন না। বরং পুজোর আগে আবারও ঘূর্ণাবর্তের কথা শুনিয়েছেন। হাওয়া অফিস জানিয়েছে,আগামী ২৮-২৯ তারিখ নাগাদ মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা পরবর্তী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে শেষ অবধি এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা এবং হলে তার অভিমুখ কোন দিকে থাকবে, আপাতত সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এর নাম দেওয়া হবে ‘তেজ’। তবে দিল্লির মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড় নিয়ে সুস্পষ্ট কোনও ইঙ্গিত দিতে পারেনি।

তবে গত কয়েকদিনের মতো কালো মেঘ বা বৃষ্টি রবিবার সকালে উধাও। মেঘ সরিয়ে এখনও সেভাবে রোদ না উঠলেও ছুটির দিনে বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে,উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পরেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে আরও কমে যাবে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি সোমবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। অপরদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিক।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version