Monday, November 10, 2025

সংঘাত পর্ব চলছিল দীর্ঘদিন ধরেই এবার আনুষ্ঠানিকভাবে বিজেপি(BJP) নেতৃত্বাধীন এনডিএ-র(NDA) সঙ্গ ছাড়ল এআইএডিএমকে(AIDMK)। সোমবার সর্বসম্মতিক্রমে এনডিএ ত্যাগের প্রস্তাব পাস করেছে এআইএডিএমকে। বলার অপেক্ষা রাখে না ২০২৪ সালের লোকসভা নির্বাচনের(Parliament Election) আগে এনডিএ-র কাছে এটা বড় ধাক্কা।

সোমবার এআইএডিএমকে ডেপুটি কো-অর্ডিনেটর কে পি মুনুসামি দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, “বিজেপির রাজ্য নেতৃত্ব গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতাদের, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের ক্যাডারদের সম্পর্কে অবিরাম কূমন্তব্য করে চলেছে।” সেই সংঘাতের জেরেই যে এনডিএ সঙ্গ ত্যাগ সে কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন মুনুসামি। যদিও এআইএডিএমকের তরফে জানানো হয়েছে, এনডিএ ছাড়লেও বিরোধী শিবির ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সে(ইন্ডিয়া) যোগ দেবে না তারা। এআইএডিএমকে জানিয়েছে, তারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একটি পৃথক ফ্রন্টের নেতৃত্ব দেবে। এআইএডিএমকে এবং বিজেপির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পরে এই চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে দল। তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই বারবার এআইএডিএমকে নেতাদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন যার জেরে দলের দলের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছিল। অবশেষে বিজেপির সঙ্গ ছাড়ল এআইডিএমকে।

উল্লেখ্য, এআইডিএমকে-র প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের মেন্টর হিসেবে পরিচিত সি এন আন্নাদুরাইয়ের সমালোচনা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। যা নিয়ে দুই দলের মধ্যে টানাপোড়েন চলছিল। এনিয়ে দিল্লিতে বৈঠকও করেন দুই দলের শীর্ষ নেতৃত্ব। এআইডিএমকে দাবি জানায় হয় আন্নামালাইকে ক্ষমা চাইতে হবে না হলে তাঁকে সরিয়ে অবিতর্কিত কোনও নেতাকে রাজ্য সভাপতির পদে বসাতে হবে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সেরকম কোনও ইঙ্গিত না মেলাতেই সোমবার বিজেপির হাত ছাড়ল এআইডিএমকে।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version