Thursday, August 21, 2025

আজ আইএসএল-এর অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রতিপক্ষ জামশেদপুর

Date:

আজ ২০২৩-২৪ আইএসএল-এর অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম‍্যাচে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদের সামনে জামশেদপুর এফসি। নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে আইএসএলে ভাল রেজাল্টের আশা করছে ইস্টবেঙ্গল।

দায়িত্ব নিয়েই অল্প সময়ের মধ্যে দলকে ডুরান্ড কাপের ফাইনালে তুলে সমর্থকদের স্বপ্ন বাড়িয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ। আর এবার জয় দিয়ে দেশের একনম্বর লিগ আইএসএল-এর অভিযান শুরু করতে চান কুয়াদ্রাত। সোমবার ঘরের মাঠে জামশেদপুর এফসি। প্রতিপক্ষ সম্পর্কে বিশেষ ধারণা নেই। তবে সমর্থকদের জন্য জয়ই চান লাল হলুদ কোচ। একই সঙ্গে জানিয়ে দিলেন, প্রথম ম্যাচ জেতা খুব জরুরি। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন,”সমর্থকদের জন্য তো বটেই, আমাদের জন্যও। সমর্থকদের কথা ভেবেই আমরা এগিয়ে যাব। সমর্থকেরা আমাদের যথেষ্ট সাহায্য করেছে। এবার তাঁদের ফিরিয়ে দেওয়ার পালা। জামশেদপুর সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না। তবে এটা কোনও সমস্যা নয়। আমরা আমাদের মতো খেলব। আমাদের লক্ষ‍‍্য জয়।”

ডুরান্ডের পর একমাস সময় পেয়েছেন আইএসএল-এর আগে নিজেদের গুছিয়ে নেওয়ার। দল অনেকটাই গুছিয়ে নিয়েছেন স্প্যানিশ কোচ। মাঝে কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলেছে ইস্টবেঙ্গল। প্রস্তুতিতে খুশি কুয়াদ্রাত।‌ তবে দলের অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসি চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এখনও বিকল্প ব্যবস্থা হয়নি। আরেক নির্ভরযোগ্য ডিফেন্ডার লালচুংনুঙ্গা এশিয়ান গেমসে আছেন। এদের অনুপস্থিতিতে নামতে হবে ইস্টবেঙ্গলকে। তবে জামশেদপুরের বিরুদ্ধে  নামার আগে এই নিয়ে বিশেষ ভাবতে নারাজ লাল-হলুদ কোচ। এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “প্রথম ছ’টা ম্যাচে আমরা একরকম পরিকল্পনা নিয়েই খেলেছিলাম। কিন্তু এবার সেটা বদলাতে হবে। কিন্তু এটা অজুহাত হতে পারে না। কেউ খেলতে না পারলে অন্য ফুটবলারকে তৈরি রাখতে হয়। ওদের অনুপস্থিতি আমাদের সামলাতে হবে। জর্ডনের পরিবর্ত ফুটবলার আনার চেষ্টা চলছে।”

চলতি আইএসএল-এর এগারো রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে। তারমধ্যে হাফ ডজন ম্যাচ ঘরের মাঠে। এই ম্যাচগুলোতে ইস্টবেঙ্গলের লক্ষ্য কী? এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “আমরা প্রথম ম্যাচ থেকেই কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে চাই। প্রত্যেক পয়েন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ। সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে আমাদের দলের শক্তি বজায় রাখতে হবে। ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ কাজে লাগাতে হবে। প্রত্যেক হোম ম্যাচ জিততে হবে।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে প্রথম সোনা, শুটিং-এ সোনা জিতল ভারত

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version