Sunday, August 24, 2025

এবার নীতীশ গড়ে (Nitish Kumar) নির্মম অত্যাচারের সাক্ষী হলেন এক দলিত মহিলা (Dalit Women)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পটনায় (Patna)। জানা গিয়েছে, অভাবের কারণে এক পরিচিতের থেকে ১৫০০ টাকা ধার নেন ওই মহিলা। ঠিক সময় তা সুদ সমেত ফেরতও দিয়ে দেন। কিন্তু সেই টাকা মেটানোর পরও টাকা ফেরত দেওয়ার জন্য লাগাতার চাপ দেওয়া হত ওই মহিলাকে। আর সেই টাকা দিতে অস্বীকার করতেই নির্মম অত্যাচারের শিকার হলেন ওই দলিত মহিলা। অভিযোগ, জোর করে তাঁকে সকলের সামনে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। এমনকী অভিযুক্ত বাবা ছেলের মূত্রও পান করতে বাধ্য করে তাঁকে।

পুলিশ সূত্রে খবর, বর্তমানে ওই মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে, ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দলিত মহিলার বিচার চেয়ে শুরু হয় বিক্ষোভ দেখানো। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত দুইজন পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। অভিযুক্তদের নাম প্রমোদ ও তাঁর ছেলে অংশু সিং। স্থানীয়দের অভিযোগ, শনিবার রাত ১০টা নাগাদ ওই দলিত মহিলার বাড়িতে চড়াও হয় অভিযুক্ত বাবা ও ছেলে। তাঁদের সঙ্গে আরও চারজন ছিল বলে অভিযোগ। অভিযুক্তরা জোর করে ওই মহিলাকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। সেখানেই তাঁকে চরম হেনস্থা করা হয়। মহিলার জোর করে পোশাক খুলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। তবে মেরেই ক্ষান্ত হয়নি অভিযুক্ত এরপর নিজের ছেলে এরপর নিজের ছেলেকে মহিলার মুখে প্রস্রাব করার নির্দেশ দেয়।

পরে ওই মহিলা কোনওমতে সেখান থেকে বাড়িতে পালিয়ে আসেন। এরপরই পরিবারের সদস্যদের নিয়ে পুলিশে অভিযোগ জানান তিনি। মহিলার অভিযোগ, কয়েক মাস আগে অভিযুক্ত প্রমোদের কাছ থেকে তিনি ১৫০০ টাকা ধার নিয়েছিলেন। সুদ সমেত সেই টাকা শোধও করে দেন। কিন্তু এরপরও থামেননি অভিযুক্ত। ওই মহিলাকে ক্রমাগত আরও টাকার জন্য চাপ দিতে থাকেন। নির্যাতিতা সেই টাকা দিতে অস্বীকার করায়, তাঁকে নগ্ন করে গ্রামে ঘোরানোর হুমকিও দেয় অভিযুক্ত।

 

 

 

 

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version