Monday, November 17, 2025

মুসলিম পড়ুয়াকে চড়-কাণ্ডে তদন্তে ঢিলেমি, শীর্ষ আদালতে ভর্ৎসিত যোগী সরকার

Date:

মুজফফরনগরে মুসলিম পড়ুয়াকে চড় মারার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ উঠল। যার জেরে সুপ্রিমকোর্টে রীতিমতো ভর্ৎসিত হল উত্তরপ্রদেশ(UttarPradesh) প্রশাসন। পাশাপাশি আদালত আরও জানিয়েছে, শুধুমাত্র একটি সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে যদি পড়ুয়াকে হেনস্তার শিকার হতে হয় তাহলে যথাযথ শিক্ষা দেওয়া কখনই সম্ভব নয়। একইসঙ্গে জানানো হয়েছে, শীর্ষ আইপিএস আধিকারিকের নজরদারিতে এই ঘটনার তদন্ত ও ওই আধিকারিই তদন্তের রিপোর্ট পেশ করবেন শীর্ষ আদালতে(Supreme Court)।

গত ২৬ আগস্ট প্রকাশ্যে আসে উত্তরপ্রদেশের এই বিতর্কিত ঘটনার খবর। জানা গিয়েছে, নামতা বলতে পারেনি এক মুসলিম পড়ুয়া। ক্লাসের শিক্ষিকা নির্দেশ দেন, সহপাঠীরাই ওই পড়ুয়াকে মারধর করবে। শিক্ষিকা আরও বলেন, মুসলিম মহিলারা আসলে তাঁদের সন্তানদের পড়াশোনার দিকে খেয়াল রাখেন না। সেই জন্যই মুসলিম পড়ুয়াদের পড়াশোনার মান এত খারাপ। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ প্রশাসনের নিন্দায় সরব হন দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। সহপাঠীদের হাতে নিগৃহীত ওই পড়ুয়াকেও সাংঘাতিক মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়। এই মামলার দ্রুত তদন্ত চেয়ে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী শীর্ষ আদালতে আবেদন জানান।

গত ৬ সেপ্টেম্বর, শীর্ষ আদালত মুজাফফরনগরের পুলিশ সুপারকে এই মামলায় একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। যাতে এসপিকে ছাত্র এবং তার পিতামাতাদের সুরক্ষার জন্য নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানাতে বলেছিল। তবে এই ঘটনার তদন্তে ব্যাপক ঢিলেমির অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যার জেরেই এদিন আদালতে ভর্ৎসিত হল যোগী সরকার।

Related articles

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...
Exit mobile version