ঈশ্বরচন্দ্রের শিক্ষাই অনুপ্রেরণা! বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে টুইট মুখ্যমন্ত্রীর

২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) জন্মদিন। বাংলা বর্ণমালার স্রষ্টা, আধুনিক ভারতের নবজাগরণের অন্যতম পুরোধার জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নারী ক্ষমতায়নের জন্য আজীবন সংগ্রামী মাতৃভক্ত দয়ার সাগরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM of Bengal)।

এদিন তিনি লেখেন, “জন্মবার্ষিকীতে আমরা মহান সংস্কারক ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও উত্তরাধিকারকে সম্মান জানাই। সামাজিক অগ্রগতির প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং আমাদের সংস্কৃতিতে তাঁর স্থায়ী অবদান জ্ঞান এবং সহানুভূতির শক্তির প্রমাণ। অদম্য চেতনা দিয়ে তিনি শিক্ষা এবং নারীর অধিকারকে এগিয়ে নিয়েছিলেন তা যুগে যুগে অনুরণিত হয় এবং আমাদের অনুপ্রাণিত করে চলেছে।” পাশাপাশি স্বপ্নদর্শী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শুধুমাত্র কথায় বা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানোই নয়, তাঁর শিক্ষা এবং সকলের ক্ষমতায়ন-সমৃদ্ধ মূল্যবোধের প্রতি বাংলার মানুষের উৎসর্গকে পুনরায় নিশ্চিত করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।