Monday, May 19, 2025

এক ফোনে গায়েব ২ লক্ষ! প্রতা.রণার শি.কার খোদ ব্যাঙ্ক ম্যানেজার

Date:

Share post:

যতদিন যাচ্ছে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। প্রতারকদের কবলে পড়ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। ব্যাঙ্ক কর্তারা বারবার সকলকে সতর্ক করছেন যাতে কোনভাবেই নিজের এটিএম-এর পিন নম্বর কিংবা অ্যাকাউন্টের কোনও তথ্য অজ্ঞাত পরিচয় কাউকে শেয়ার করা না হয়। কিন্তু এবার প্রতারণা শিকার হলেন খোদ ব্যাঙ্ক ম্যানেজার (Bank Manager)। ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকার(Tamluk, East Midnapore)। সিম ক্লোন করে প্রায় ২ লক্ষ টাকা ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তমলুক থানায় (Tamluk Police Station) অভিযোগও দায়ের করেছেন তিনি।

মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা শচীনলক্ষ্মণ রাউত (Sachin Laxman Raut)। তমলুকের পাদুমবসান এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার(RM )পদে কর্মরত তিনি।গত ১৯ সেপ্টেম্বর বিকেল পৌঁনে ৪টে নাগাদ আচমকাই অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে তাঁকে বলা হয়, খুব তাড়াতাড়ি তাঁর ক্রেডিট কার্ডের লিমিট শেষ হতে চলেছে। পাশাপাশি কার্ডে বার্ষিক চার্জও বসানো হবে। এই কথায় গুরুত্ব না দিয়ে ম্যানেজার ফোনটি কেটে দেন। কিন্তু তারপরেই আজব কাণ্ড। পর পর দু’টি OTP আসে শচীনের নম্বরে।মুহূর্তের মধ্যেই শচীনের ক্রেডিট কার্ড থেকে মোট দু’দফায় ১ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা ডেবিট হয়ে যায়। চমকে ওঠেন ম্যানেজার, দ্রুত থানায় যান তিনি। প্রতারকদের সাথে কোনও তথ্য শেয়ার না করা সত্ত্বেও এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিম ক্লোন করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে সাইবার বিশেষজ্ঞদের অনুমান।প্রশ্ন উঠছে, তথ্য প্রযুক্তিগত নিরাপত্তা কি একেবারেই শেষ হতে চলেছে?

spot_img

Related articles

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...