Saturday, August 23, 2025

এক ফোনে গায়েব ২ লক্ষ! প্রতা.রণার শি.কার খোদ ব্যাঙ্ক ম্যানেজার

Date:

যতদিন যাচ্ছে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। প্রতারকদের কবলে পড়ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। ব্যাঙ্ক কর্তারা বারবার সকলকে সতর্ক করছেন যাতে কোনভাবেই নিজের এটিএম-এর পিন নম্বর কিংবা অ্যাকাউন্টের কোনও তথ্য অজ্ঞাত পরিচয় কাউকে শেয়ার করা না হয়। কিন্তু এবার প্রতারণা শিকার হলেন খোদ ব্যাঙ্ক ম্যানেজার (Bank Manager)। ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকার(Tamluk, East Midnapore)। সিম ক্লোন করে প্রায় ২ লক্ষ টাকা ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তমলুক থানায় (Tamluk Police Station) অভিযোগও দায়ের করেছেন তিনি।

মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা শচীনলক্ষ্মণ রাউত (Sachin Laxman Raut)। তমলুকের পাদুমবসান এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার(RM )পদে কর্মরত তিনি।গত ১৯ সেপ্টেম্বর বিকেল পৌঁনে ৪টে নাগাদ আচমকাই অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে তাঁকে বলা হয়, খুব তাড়াতাড়ি তাঁর ক্রেডিট কার্ডের লিমিট শেষ হতে চলেছে। পাশাপাশি কার্ডে বার্ষিক চার্জও বসানো হবে। এই কথায় গুরুত্ব না দিয়ে ম্যানেজার ফোনটি কেটে দেন। কিন্তু তারপরেই আজব কাণ্ড। পর পর দু’টি OTP আসে শচীনের নম্বরে।মুহূর্তের মধ্যেই শচীনের ক্রেডিট কার্ড থেকে মোট দু’দফায় ১ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা ডেবিট হয়ে যায়। চমকে ওঠেন ম্যানেজার, দ্রুত থানায় যান তিনি। প্রতারকদের সাথে কোনও তথ্য শেয়ার না করা সত্ত্বেও এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিম ক্লোন করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে সাইবার বিশেষজ্ঞদের অনুমান।প্রশ্ন উঠছে, তথ্য প্রযুক্তিগত নিরাপত্তা কি একেবারেই শেষ হতে চলেছে?

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version