Friday, November 7, 2025

মঙ্গলবার এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের, শুভেচ্ছা মমতার

Date:

এশিয়া গেমসের চতুর্থ দিনেও ভারতের জয় জয়কার। এদিন সকালে রুপো তো দুপুরে সোনার পদক আসল ভারতের ঝুলিতে। মঙ্গলবার আরও একটি সোনা জেতে ভারত। মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জেতল ভারতীয় দল। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়াল। ৪১ বছর পর অশ্বারোহণে প্রথম সোনা পেল ভারত। এদিন সোনা জয়ের পাশাপাশি রুপোর পদকও আসে ভারতের ঝুলিতে। সেইলিংয়ে প্রথম পদক আসে দেশে। সেইলর ইভেন্টে রুপো জেতেন নেহা ঠাকুর। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জেতেন। ধারাবাহিক ভাবে ভাল খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। নেহা থাইল্যান্ডের নপপাসর্ন খুনবুনজানের বিরুদ্ধে ফাইনালে হারিয়ে রুপোর পদক জিতেলন। এরপরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকেন তারা। দেশের কৃতীদের শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন টুইটারে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন” এশিয়ান গেমসে ভারতের অবিশ্বাস্য পদক সংগ্রহ অব্যাহত। টিম ড্রেসেজ ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের জন্য সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়ালকে অনেক শুভেচ্ছা। ভারতীয় দলের জন্য অত্যন্ত গর্বিত৷ গত ৪১ বছরে এটি অশ্বারোহণে প্রথম স্বর্ণ।”

মমতা আরও লেখেন,”এছাড়াও, সেইলিং-এ রুপো জয়ের জন্য নেহা ঠাকুরকে অভিনন্দন। পুরুষদের সেইলিং-এ আরএস এক্স-এ ব্রোঞ্জ পদক জেতার জন্য এবাদ আলীকে সাধুবাদ। আপনাদের অসাধারণ সাফল্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন:কলকাতা লিগে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, খিদিরপুরকে হারাল ১০-১ গোলে

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version