Monday, November 17, 2025

স্বাস্থ্যভবনের সামনে শুভেন্দুর নাটক, প্রিজন ভ্যানে ‘দাদাগিরি’ বিরোধী দলনেতার

Date:

ডেঙ্গি (Dengue )নিয়ে রাজনীতি করতে স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) সামনে ‘দাদাগিরি’ দেখানোর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে। স্মারকলিপি দেওয়ার নামে বিনা অনুমতিতে জোর করে স্বাস্থ্য ভবনের গেট ঠেলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তিনি। গেটের মুখে পুলিশ বাধা দিতে গেলে ইচ্ছে করেই বচসা শুরু করেন শুভেন্দু (Shubhendu Adhikari)। পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police)স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে দিলে মিডিয়ার সামনে পুলিশকে হুমকি দেন। পাশাপাশি সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে নিজেই পুলিশের প্রিজন ভ্যানে উঠে গিয়ে নাটক করেন। কিছুক্ষণের মধ্যেই আবার নেমেও যান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি ও বিজেপি বিধায়করা স্বাস্থ্যভবনে প্রবেশ করার চেষ্টা করেন। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুভেন্দুর বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যভবনের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় শুভেন্দুদের। তারপরই দেখা যায়, বিজেপি বিধায়করা একে একে প্রিজন ভ্যানে উঠে পড়েন।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ করেছে নবান্ন (Nabanna)। স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে জেলা শাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব। হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং পুলিশকে ডেঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে যখন পরিস্থিতি নিয়ে সজাগ রাজ্য সরকার, তখন খবরে ভেসে থাকতে ডেঙ্গি নিয়ে রাজনীতি করার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version