ফিরিয়ে দেওয়া রাস্তা ফের ফেরত চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)চিঠি লিখল বিশ্বভারতী কর্তৃপক্ষ(Viswabharati University)। শান্তিনিকেতন (Santiniketan) থেকে শ্রীনিকেতনের সংযোগকারী প্রায় তিন কিলোমিটার আশ্রমের মাঝ বরাবর রাস্তাটি রক্ষণাবেক্ষণ করে রাজ্য সরকারের পূর্ত বিভাগ। বছর ছয়েক আগে ২০১৭ সালে বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য স্বপন দত্তের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীর (Vishva Bharati) হাতে তুলে দিয়েছিল রাজ্য সরকার (Government of West Bengal)। পরবর্তীতে আশ্রমিকদের একাংশ অভিযোগ করেন যে যখন তখন ওই রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন বসবাসকারীরা। অমর্ত্য সেন, নন্দলাল বসু, গৌরী ভঞ্জ, শান্তিদেব ঘোষ-সহ বহু বিশিষ্টরা এখানেই থাকেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য (VC) বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) সঙ্গে সমস্যা বাড়তে থাকায় রাজ্য রাস্তা ফেরত নিয়ে নেয়। এবার UNESCO- এর স্বীকৃতি পেতেই সেই রাস্তা ফিরিয়ে দেওয়ার ‘বায়না’ জুড়ল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

মুখ্যমন্ত্রীকে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে বর্তমান উপাচার্য লেখেন, “১৭ সেপ্টেম্বর UNESCO শান্তিনিকেতনকে বিশ্ব হেরিটেজ তকমা দিয়েছে। এই তকমা ধরে রাখতে হবে আমাদের সকলকে। এই রাস্তার দুই ধারে একাধিক ঐতিহ্যবাহী ভবন, স্থাপত্য, ভাস্কর্য রয়েছে। ভারী যান চলাচলের ফলে কম্পনে এগুলি ক্ষতিগ্রস্ত হবে। এগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য এই রাস্তাটি বিশ্বভারতীকে ফিরিয়ে দেওয়া হোক।” নবান্নের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোন বিবৃতি দেওয়া হয়নি। রাস্তাটি বর্তমানে পূর্ত দপ্তরের অধীনে এবং জেলাশাসকের নিয়ন্ত্রণে রয়েছে।

