Tuesday, May 6, 2025

‘পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর প্রায় দেড়বছর পেরিয়ে গিয়েছে’। ফের খারিজ তার জামিনের আর্জি । সিবিআই শুধু বলছে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সওয়াল পার্থর আইনজীবীর। বয়সজনিত সমস্যা ও অসুস্থতার কথা জানিয়ে বুধবার জামিনের আর্জি জানান প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। এরপর জামিনের বিরোধিতায় পাল্টা সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী বলেন,  ‘পার্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, মামলায় অনেকে যুক্ত’।

তবে কিছুদিন আগেই সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আলিপুরের বিশেষ সিবিআই  আদালতের বিচারক বলেন, ‘জামিন খারিজের আবেদনের পক্ষে নতুন গ্রাউন্ড থাকতে হবে। শেষ কিছু দিনের কেস ডায়েরি দেখুন, আমাকে বোকা ভাববেন না’।শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। পাল্টা, সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন, একই বিষয় নিয়ে বারবার জামিনের আবেদন করা হচ্ছে। এই আবেদন করা যায় না।

তখন বিচারক বলেন, আমি কি জামিনের আবেদন করতে নিষেধ করতে পারি?  সিবিাইয়ের আইনজীবী বলেন, আদালতের নির্দেশ রয়েছে। নির্দেশনামা দেখার পর বিচারক বলেন, এখানে কোথাও লেখা নেই যে জামিনের আবেদন করা যাবে না। এরপরই ক্ষুব্ধ বিচারক বলেন, এরকম বলে সময় নষ্ট করছেন। আপাতত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৩৫টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে। যা খুলেছিলেন ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! নিয়োগ দুর্নীতির মামলায়, হাইকোর্টে দেওয়া সিবিআইয়ের রিপোর্টে  এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। একাধিক কোম্পানি থেকে ঘুরে ঘুরে কীভাবে টাকা সুবিধাভোগীদের কাছে গেছে, তা জানতে ফরেন্সিক অডিট হচ্ছে, বলে জানিয়েছে সিবিআই।

 

 

 

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version