Thursday, November 6, 2025

ডিভোর্স মামলায় কোর্ট বদল, আদালত চত্বরে ফের ‘কাজিয়া’ শোভন-রত্নার

Date:

শোভন চট্টোপাধ্যায় আর তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভালবাসার এক নতুন সংজ্ঞা তৈরি করেছেন। খাতায় কলমে বিয়ে না হলেও, শোভনের নামের সিঁদুর আগেই সিঁথিতে তুলেছেন বৈশাখী। চলছে সুখের সংসারও। সম্প্রতি গোলপার্কের বাড়িতে ধুমধাম করে গণেশ উৎসবও পালন শৌভন-বৈশাখী। সম্প্রতি বৈশাখীর কন্যা মেহুলের পরিচয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে হিসেবে শুধুই রিলিনা বন্দ্যোপাধ্যায়, রিলিনা বন্দ্যোপাধ্যায় মণ্ডল নয়। মেহুলের নামের সঙ্গে আর জুড়ে থাকছে না তার বায়োলজিক্যাল বাবা মনোজিৎ মণ্ডলের ‘মণ্ডল’ পদবী। তার পদবী পরিবর্তন হয়ে এখন চট্টোপাধ্যায়।

এসবের মাঝেই আবার আদালত চত্বরে শোভন-রত্না কাজিয়া। আজ, বুধবার ডিভোর্স মামলায় ফের মুখোমুখি হয়েছিলেন শোভন-রত্না। এদিন শোভন-রত্না ডিভোর্স মামলা এল আলিপুর জাজেস কোর্টে। ৬ এডিজে বদল করে আজ শোভন-রত্নার ডিভোর্স কেস উঠেছিল ডিস্ট্রিক্ট জাজের ঘরে।

এ প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য, “বিচারব্যবস্থার উপর শোভন-বৈশাখীর আস্থা নেই। তাই বার বার জজ সাহেবের ঘর বদলাচ্ছে। ওনারা মনে করছেন জজ সাহেব আমার হয়ে কথা বলছে কিন্তু আমার আইন ব্যবস্থার উপর পূর্ণ বিশ্বাস আছে।”

অন্যদিকে, রত্নার বক্তব্যের পাল্টা শোভন চট্টোপাধ্যায় বলেন, “রত্নার এই বক্তব্যের কোনও গুরুত্ব আমার কাছে নেই। আইন আদালত কোর্টের উপর বিশ্বাস আছে বলে যা করার সেটা আমরা করছি। প্রথম জজ সাহেবকে গালিগালাজ করে এই কেস থেকে সরে যেতে বাধ্য করেছেন রত্না চ্যাটার্জি! উনি ভুলে গেছেন সেটা।”

 

 

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version