Tuesday, August 26, 2025

এশিয়ান গেমসে টি-২০ ক্রিকেটে একের পর এক রেকর্ড ভেঙে দিল নেপাল । দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান, সেইসঙ্গে এক ম্যাচে সর্বোচ্চ স্কোর । মোট তিনটি রেকর্ড ভেঙে দিয়েছেন নেপালের ব্যাটাররা । রোহিত শর্মা, যুবরাজ সিংকেও ছাড়িয়ে গিয়েছেন কুশল মল্ল, দীপেন্দ্র সিং-রা ।এদিন, টি-২০ পুরুষদের ক্রিকেটে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করে নেপাল । যা, বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতে এর আগে কোনও ম্যাচে ৩০০ রান হয়নি। এতদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল আফগানিস্তানের ঝুলিতে । সেই রেকর্ড এবার ভেঙে গেল ।

একইসঙ্গে, টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিংহ ঐরি । বিশ্বকাপে যুবরাজ সিংহের রেকর্ড ভেঙে ফেললেন তিনি । শতরানের রেকর্ডও হয়েছে একই ম্যাচে । কুশল মল্ল শতরান করে রোহিত শর্মা ও ডেভিড মিলারের রেকর্ড ভেঙে ফেলেছে ।

নেপালের হয়ে শতরানের ইনিংস খেলেন কুশল। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। মাত্র ৩৪ বলে শতরান করেন কুশল। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫ বলে শতরান ছিল ভারতের রোহিত ও দক্ষিণ আফ্রিকার মিলারের দখলে। ২০১৭ সালে রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ও মিলার বাংলাদেশের বিরুদ্ধে নজির গড়েছিলেন। শেষ পর্যন্ত ৫০ বলে ১৩৭ রান করেন কুশল। ৮টি চার ও ১২টি ছক্কা মারেন তিনি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে নজির গড়েন দীপেন্দ্র। প্রথম বল থেকেই চালিয়ে খেলেন তিনি। মাত্র ৯ বলেই ৫০ রান পূর্ণ করেন নেপালের ব্যাটার। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০ বলের মধ্যে ৮টি বলে ছক্কা মারেন দীপেন্দ্র।

 

 

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version