Friday, August 22, 2025

বিচ্ছিন্ন.তাবাদীদের গড় কানাডা: রাষ্ট্রসংঘে তীব্র আক্র.মণ জয়শঙ্করের

Date:

আর কোনও রাখঢাক নয়, এবার রাষ্ট্রসঙ্ঘ থেকে সরাসরি কানাডাকে আক্রমণ শানাল ভারত। স্পষ্ট ভাষায় বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar) জানালেন, গত কয়েক বছরে বিচ্ছিন্নতাবাদী শক্তির মদতে একের পর এক অপরাধ ঘটেছে কানাডায়। অপরাধ থামাতে কানাডাকে তথ্য দিয়ে সাহায্য ও দুষ্কৃতীদের প্রত্যর্পণের দাবি জানিয়েছে ভারত সরকার। তবে রাজনৈতিক কারণে এসবকে গুরুত্ব দেয়নি কানাডা প্রশাসন।

রাষ্ট্রসংঘের ‘ডিসকাশন অ্যাট কাউন্সিল অন ফরেন রিলেশনস’ চলাকালীন মঙ্গলবার বক্তৃতা দিতে গিয়ে দেশের বিদেশমন্ত্রী বলেন, “গত কয়েক বছরে কানাডায় পরিকল্পিতভাবে অপরাধের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থার কারণেই এই অপরাধ। কানাডা থেকে কী কী অসামাজিক কার্যকলাপ চলে সেই নিয়ে প্রচুর তথ্য দিয়েছি আমরা। জঙ্গি নেতাদের চিহ্নিত করে প্রত্যর্পণ করতেও অনুরোধ জানানো হয়েছে।” ভারতের অনুরোধ সত্ত্বেও গুরুতর এই বিষয়কে শুধুমাত্র রাজনৈতিক কারণে হেলায় উড়িয়ে দিয়েছে কানাডা প্রশাসন। বিষয়টি যথেষ্ট উদ্বিগ্ন ভারত। এদিন কানাডায় বসবাসকারী ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিদেশমন্ত্রী। কারণ গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন কানাডায় থাকা ভারতের কূটনীতিকরা।

উল্লেখ্য, কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় সরাসরি ভারতের দিকে অভিযোগের তুলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই দাবির পক্ষে প্রমাণ মিলেছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। তার পরেই কানাডার বিদেশমন্ত্রী জানিয়ে দেন, কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের মধ্যে অন্যতম প্রধান এক আধিকারিককে বহিষ্কার করা হয়েছে। কানাডার এহেন অভিযোগের পালটা জবাব দিয়ে কানাডার এক কূটনীতিককে পাঁচদিনের মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে দিল্লি। পাশাপাশি ভারতের তরফে জানানো হয়েছে, নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে কিনা সেই নিয়ে তথ্য পেশ করুক কানাডা। ভারত সরকার সেই তথ্য অবশ্যই বিবেচনা করে দেখবে। যদিও সেই সংক্রান্ত কোনও প্রমাণ এখনও পেশ করতে পারেনি কানাডা প্রশাসন।

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...
Exit mobile version