রাজনৈতিক প্রতিহিংসা: অভিষেকের বাবা-মাকেও তলব ইডি-র!

রাজনৈতিক প্রতিহিংসা! তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকই নয়, তাঁর বাবা এবং মাকেও এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে ডাকা হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর।

অসমর্থিত সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সম্পত্তির বিস্তারিত তথ্য নিয়ে CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অমিত ও লতা বন্দ্যোপাধ্যায়কে। তবে অভিষেককের সঙ্গে নয়, আগামী সপ্তাহে অন্য একদিন হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের মায়ের সম্পত্তির হিসেব চেয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে এই তথ্য আদালতে জমা দিতে হবে।

আরও পড়ুন: ভারতের সেরা দশ স্কুলের তালিকায় জয়জয়কার কলকাতার! দেখে নিন একনজরে

আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর পরিবারকে টার্গেট করা হচ্ছে। অভিষেককে ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে  নথি নিয়ে যেতে বলা হয়েছে। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও ন্যায্য পাওনার দাবিতে আগেই ওইদিনই দিল্লিতে ধর্না কর্মসূচি তৃণমূলের। আর সেই দিনই তলব করা হল অভিষেককে (Abhishek Banerjee)। তৃণমূলের কর্মসূচিতে ভয় পেয়েই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে হয়রান করা হচ্ছে তৃণমূল সাংসদকে- অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের। এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার তলব করেছে, জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাঁর বাবা-মাকেও তলব করায় বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা প্রকাশ্যে।