Tuesday, November 11, 2025

উজ্জয়িনীকাণ্ডে ধৃ.ত মূল অভিযুক্ত সহ মোট ৪, প্রকাশ্যে হাড়হি.ম করা তথ্য

Date:

শরীরে একাধিক আঘাতের চিহ্ন। ঝরছে রক্ত। অর্ধনগ্ন অবস্থায় লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে ১২ বছরের ধর্ষিতা নাবালিকা। হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা পুলিশে খবর দেওয়া তো দূর অস্ত, সাহায্যের নামে ৫০/১০০ টাকা ভিক্ষা জুটছে তার। মধ্যপ্রদেশের (Madya Pradesh) উজ্জয়িনীর (Ujjain) ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। লোকালয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য। ইতিমধ্যে ঘটনায় এক অটোচালকের পাশাপাশি আরও তিনজনকে আটক করেছে উজ্জয়িনী সিটি পুলিশ।

উজ্জয়িনীর পুলিশ আধিকারিক সচিন শর্মা বলেন, এলাকায় কোনও বাসিন্দা ওই মেয়েটিকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বদলে তার হাতে কেউ ৫০, কেউ বা ১০০ টাকা ধরিয়ে দিয়ে চলে গিয়েছে। মোট ১২০ টাকা ভিক্ষা দেওয়া হয় মেয়েটিকে। পুলিশ আধিকারিক আরও বলেন, ‘মেয়েটিকে রক্তাক্ত এবং অর্ধনগ্ন অবস্থায় দেখে মিশ্র প্রতিক্রিয়া দেন স্থানীয় বাসিন্দারা। কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা দেয় তার হাতে। জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকা সাহায্য চেয়ে ৮ কিলোমিটার পর্যন্ত হেঁটেছিল। ইতিমধ্যে গোটা এলাকার সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ৩৮ বছরের অটোচালক রাকেশ এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জীবন খেরি থেকে নাবালিকা একটি অটোতে উঠেছিলেন। সিসিটিভি ফুটেজে তেমনটাই দেখা গিয়েছে। ওই অটোতেই যে রক্তের ছাপ পাওয়া গিয়েছিল, তা নাবালিকার নমুনার সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে। সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, তবে কি চলন্ত অটোতে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল? কত জন জড়িত এই ঘটনায়? যদিও এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে আনেনি পুলিশ। জখম নাবালিকাকে সাহায্য়ের জন্য এগিয়ে আসেন এক পুরোহিত।

ইতিমধ্যেই উজ্জয়িনীর এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, মেয়েটি উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। যদিও তার কাছে কোনও পরিচয় পত্র পাওয়া যায়নি। কোনও ফোন নম্বর কিংবা পরিবারের খোঁজও দিতে পারেনি মেয়েটি। এমনকী, তার নামটুকুও বলতে পারেনি। আপাতত তার চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version