Tuesday, November 4, 2025

পুজোর আগে সাগরে ঘূর্ণাবর্ত! সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা

Date:

টানা কয়েকদিনের বৃষ্টির পরই রাজ্যজুড়ে ফের বেড়েছে ভ্যাপসা গরম।অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। ঘেমেনেয়ে একসার রাজ্যবাসী। তবে আজ, বৃহস্পতিবার স্বস্তির বৃষ্টি না হলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। স্বভাবতই পুজোর আগে আবারও জন্ম নেবে নিম্নচাপ। যার জেরে সপ্তাহান্তেই শুরু হতে পারে জোর বৃষ্টি।

আরও পড়ুনঃ ‘পথচলার’ পাশে মার্লিন আই অ্যাম কোলকাতা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা শনিবারই শক্তি বাড়িতে নিম্নচাপের রূপ নেবে। এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে । যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ পার্বত্য এলাকার পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় আজ আংশিক মেঘলা আকাশই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০  ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় বেশি।এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।শুক্রবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version