Saturday, August 23, 2025

ডিজিটাল দুনিয়াতেও কড়া নজরদারি শুরু মোদি সরকারের, কঠিন আইন তৈরির পথে কেন্দ্র

Date:

এবার ডিজিটাল দুনিয়াতেও (Digital World) বাড়তে চলেছে মোদি সরকারের (Modi Govt) কড়া নজরদারি। জানা গিয়েছে, পুরনো তথ্য প্রযুক্তি আইন প্রত্যাহার করে চালু করা হবে ডিজিটাল ইন্ডিয়া বিল (Digital India Bill)। এই বিলের মাধ্যমেই এবার থেকে অনলাইন কনটেন্টের ওপর লাগাম টেনে আরও কঠিন আইন তৈরির পথে কেন্দ্র। ডিজিটাল ইন্ডিয়া বিলে কিছু সংশোধনী এনে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। তারমধ্যে রয়েছে ব্লক করার ক্ষমতা থেকে শুরু করে কনটেন্টের ভাষা পরিবর্তনের নির্দেশ দেওয়ার ক্ষমতাও। ফলে বিলটির মাধ্যমে ডিজিটাল দুনিয়ার জন্য একটি সামগ্রিক আইনি ফ্রেমওয়ার্ক বানানোর চিন্তা করছে কেন্দ্রীয় সরকার।

পাশাপাশি এই বিলের বিধি ব্যবহার করে সমস্ত ডিজিটাল ক্ষেত্রের ওপর কর্তৃত্ব কায়েম করতে চায় সরকার। শিল্পমহল এবং অন্যান্য আরও কয়েকটি ক্ষেত্রের বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা পর্ব মিটে গেলেই বিলের খসড়া সংসদে পেশ করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

তথ্য প্রযুক্তি এবং টেলিকমের পর ডিজিটাল ইন্ডিয়া বিল হতে চলেছে মোদি সরকারের আনা তৃতীয় ডিজিটাল বিল। বর্তমানে তথ্য প্রযুক্তি আইনের ৬৯ ধারা অনুযায়ী, কোনও অনলাইন কনটেন্ট জাতীয় নিরাপত্তা, ভিন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেললে তা ব্লক করতে দিতে পারে কেন্দ্রীয় সরকার। তবে প্রস্তাবিত আইনে এই বিষয়টির পরিধি আরো অনেক বাড়়ানো হচ্ছে বলেই সূত্রের দাবি। সংশোধিত বিধি অনুযায়ী, জাতীয় নিরাপত্তা বা বৈদেশিক সম্পর্ক ছাড়াও অন্য যে কোনও আইন ভঙ্গ করলেই সেই কনটেন্ট ব্লক করতে পারবে সরকার। এছাড়াও ব্লক বা সেই কনটেন্ট প্রত্যাহার করার নির্দেশিকা জারির ক্ষেত্রেও এক্তিয়ার বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এই বিল যে ডিজিটাল দুনিয়ায় সরকারের নজরদারি ও লাগাম পরানোর ক্ষেত্রে আরও শক্তিশালী হচ্ছে সে বিষয়ে একমত সরকারি আধিকারিকরাও।

 

 

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version