Sunday, November 9, 2025

ডিজিটাল দুনিয়াতেও কড়া নজরদারি শুরু মোদি সরকারের, কঠিন আইন তৈরির পথে কেন্দ্র

Date:

এবার ডিজিটাল দুনিয়াতেও (Digital World) বাড়তে চলেছে মোদি সরকারের (Modi Govt) কড়া নজরদারি। জানা গিয়েছে, পুরনো তথ্য প্রযুক্তি আইন প্রত্যাহার করে চালু করা হবে ডিজিটাল ইন্ডিয়া বিল (Digital India Bill)। এই বিলের মাধ্যমেই এবার থেকে অনলাইন কনটেন্টের ওপর লাগাম টেনে আরও কঠিন আইন তৈরির পথে কেন্দ্র। ডিজিটাল ইন্ডিয়া বিলে কিছু সংশোধনী এনে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। তারমধ্যে রয়েছে ব্লক করার ক্ষমতা থেকে শুরু করে কনটেন্টের ভাষা পরিবর্তনের নির্দেশ দেওয়ার ক্ষমতাও। ফলে বিলটির মাধ্যমে ডিজিটাল দুনিয়ার জন্য একটি সামগ্রিক আইনি ফ্রেমওয়ার্ক বানানোর চিন্তা করছে কেন্দ্রীয় সরকার।

পাশাপাশি এই বিলের বিধি ব্যবহার করে সমস্ত ডিজিটাল ক্ষেত্রের ওপর কর্তৃত্ব কায়েম করতে চায় সরকার। শিল্পমহল এবং অন্যান্য আরও কয়েকটি ক্ষেত্রের বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা পর্ব মিটে গেলেই বিলের খসড়া সংসদে পেশ করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

তথ্য প্রযুক্তি এবং টেলিকমের পর ডিজিটাল ইন্ডিয়া বিল হতে চলেছে মোদি সরকারের আনা তৃতীয় ডিজিটাল বিল। বর্তমানে তথ্য প্রযুক্তি আইনের ৬৯ ধারা অনুযায়ী, কোনও অনলাইন কনটেন্ট জাতীয় নিরাপত্তা, ভিন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেললে তা ব্লক করতে দিতে পারে কেন্দ্রীয় সরকার। তবে প্রস্তাবিত আইনে এই বিষয়টির পরিধি আরো অনেক বাড়়ানো হচ্ছে বলেই সূত্রের দাবি। সংশোধিত বিধি অনুযায়ী, জাতীয় নিরাপত্তা বা বৈদেশিক সম্পর্ক ছাড়াও অন্য যে কোনও আইন ভঙ্গ করলেই সেই কনটেন্ট ব্লক করতে পারবে সরকার। এছাড়াও ব্লক বা সেই কনটেন্ট প্রত্যাহার করার নির্দেশিকা জারির ক্ষেত্রেও এক্তিয়ার বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এই বিল যে ডিজিটাল দুনিয়ায় সরকারের নজরদারি ও লাগাম পরানোর ক্ষেত্রে আরও শক্তিশালী হচ্ছে সে বিষয়ে একমত সরকারি আধিকারিকরাও।

 

 

 

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version