Wednesday, December 17, 2025

বীরভূমের মুকুটে স্বীকৃতির পালক, বিধান রায়ের ‘আনন্দপাঠ’কে স্কচ পুরস্কার

Date:

Share post:

রবিভূমে তাঁর পাঠদানের ভাবনাকে পাথেয় করে ‘আনন্দপাঠ’ শুরু করেন বীরভূমের (Birbhum) জেলাশাসক বিধান রায় (Bidhan Ray)। তাঁর সেই উদ্যোগ সম্মানিত। এবার স্কচ পুরস্কার পাচ্ছে এই ভাবনা।

প্রত্যন্ত গ্রামে খুদে পড়ুয়াদের মানসিক-শারীরিক-সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে বছর যখানেক আগে খোলা আকাশের নীচে পাঠদানের ব্যবস্থা করেন জেলাশাসক। মাত্র এক বছর আগের এই উদ্যোগ অত্যন্ত সফলভাবে চলছে। এখনও পর্যন্ত ১২৭১০ জন শিশুর অন্তর্ভুক্তি হয়েছে। প্রায় ১৪৬টি গ্রাম এর আওতায় এসেছে।

জেলাশাসক (Bidhan Ray) বলেন, “শিশুমনে আনন্দ সহকারে শিক্ষাদান অত্যন্ত প্রয়োজন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদের জীবনে খেলাধুলার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মানসিক বিকাশ তখনই ঘটে যখন খেলার ছলে খোলা আকাশের নীচে মুক্ত বাতাসে পাঠদান করানো সম্ভব হয়। আনন্দপাঠের মানে আমরা বোঝাতে চেয়েছি বিদ্যা কখনই ভয়ঙ্কর নয়। আনন্দের সঙ্গেই তা অর্জন করতে হয়। শিশুরা যাতে লেখাপড়ার নামে আতঙ্কিত না হয় সেটা দেখা গুরুত্বপূর্ণ। শিশুরা চায় খেলতে। বড়দের দায়িত্ব খেলতে খেলতে তাদের মনে পাঠদানের বীজ বপন করা। এখানে উন্মুক্ত বাতাসে, বিশাল খেলার মাঠে সাংস্কৃতিক শিক্ষা দেওয়ার জন্য রয়েছেন কৃতী শিক্ষক-শিক্ষিকারা। খুদেদের ভবিষ্যৎ তৈরির কারিগরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের লক্ষ্য, পিছিয়ে পড়া গ্রাম বা পাড়ায় প্রাথমিক বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে মুক্ত প্রকৃতিতে খেলতে খেলতে, ছড়া বলতে বলতে, পাখির ডাক শুনতে শুনতে বন্ধুত্বের মাধ্যমে লেখাপড়ার অভ্যাস তৈরি করা।”

শুধু শিক্ষা নয়, শারীরিক সক্ষম করতে খোকো, হাডুডু-সহ একাধিক খেলার ব্যবস্থা হয়েছে। দু’ভাগে আনন্দপাঠ দেওয়া হয়। সকাল সাতটা থেকে নটা আর বিকেল চারটে থেকে ছটা। আনন্দ পাঠদানে নিয়োগ করা হয়েছে পাড়ার দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি শিক্ষককে। সাংস্কৃতিক বিষয়ে শিশুদের মনোযোগ তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে। আনন্দপাঠে যে শিশুরা আসছে তারা যাতে সমস্ত সরকারি সুযোগসুবিধা পেতে পারে সেদিকেও জেলাশাসক নজর দিয়েছেন। এই ব্যবস্থাপনায় স্কুলে অনুপস্থিতির হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

 

spot_img

Related articles

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...