Wednesday, August 20, 2025

লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা! বিজেপির ‘সঙ্গত্যাগ’ অকালি দলের

Date:

Share post:

হাতে আর বেশি সময় বাকি নেই। বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে মেগা ফাইটকে সামনে রেখে নিজেদের ঘুঁটি সাজাতে তৈরি করেছে সব দল। এবার সেই আবহে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। একেবারে নির্বাচনের মুখে বিজেপি (BJP) শিবিরে অন্ধকারের ছায়া। বিজেপির একসময়ের প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দলের (SAD) চব্বিশের নির্বাচনের আগে নতুন করে এনডিএতে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা একেবারে শেষ হয়ে গেল। অকালি দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ২০২৪ সালে বিজেপির হাত ধরবে না তারা। বুধবার দলের বর্ষীয়ান নেতা নরেশ গুজরাল (NAresh Gujral) একথা জানিয়েছেন।

বুধবার নরেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে তাঁরা বিজেপির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধার কথা ভাবছেন না। তাঁর দাবি, অকালি দলের সাংসদ হরসিমরক কৌর লোকসভার বাদল অধিবেশনে অনাস্থা প্রস্তাব ও মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে যে ভাষণ দিয়েছিলেন, সেখান থেকেই পরিষ্কার ইঙ্গিত মিলেছিল যে শিরোমণি অকালি দল আর যাই হোক বিজেপির জোটসঙ্গী নয়। আর একথাই এদিন পরিষ্কার জানিয়ে দিলেন অকালি নেতা। কিন্তু কেন এই দূরত্ব? সেই প্রসঙ্গে নরেশ জানান, শিরোমণি অকালি দল (SAD) স্থানীয় দল। আমাদের ফোকাস শুধুই পাঞ্জাব। আমাদের উচিত করুণানিধি মডেল অনুসরণ করে চলা। যতবার তাঁর দল হেরেছে তিনি মাটির কাছে ফিরে এসেছেন। রাজ্যে দলের অবস্থানকে মজবুত করেছেন। লোকসভায় আমরা ৪ বা ৫টি আসন পেলাম কি পেলাম না, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার পাঞ্জাবেই থাকব।

তিনি আরও জানিয়েছেন, যদি কংগ্রেস ও আপ পাঞ্জাবে জোট বাঁধে, অকালি দল আরও বড় শক্তি হিসেবে উঠে আসবে।

 

 

 

 

spot_img

Related articles

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...