Tuesday, November 4, 2025

লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা! বিজেপির ‘সঙ্গত্যাগ’ অকালি দলের

Date:

হাতে আর বেশি সময় বাকি নেই। বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে মেগা ফাইটকে সামনে রেখে নিজেদের ঘুঁটি সাজাতে তৈরি করেছে সব দল। এবার সেই আবহে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। একেবারে নির্বাচনের মুখে বিজেপি (BJP) শিবিরে অন্ধকারের ছায়া। বিজেপির একসময়ের প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দলের (SAD) চব্বিশের নির্বাচনের আগে নতুন করে এনডিএতে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা একেবারে শেষ হয়ে গেল। অকালি দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ২০২৪ সালে বিজেপির হাত ধরবে না তারা। বুধবার দলের বর্ষীয়ান নেতা নরেশ গুজরাল (NAresh Gujral) একথা জানিয়েছেন।

বুধবার নরেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে তাঁরা বিজেপির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধার কথা ভাবছেন না। তাঁর দাবি, অকালি দলের সাংসদ হরসিমরক কৌর লোকসভার বাদল অধিবেশনে অনাস্থা প্রস্তাব ও মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে যে ভাষণ দিয়েছিলেন, সেখান থেকেই পরিষ্কার ইঙ্গিত মিলেছিল যে শিরোমণি অকালি দল আর যাই হোক বিজেপির জোটসঙ্গী নয়। আর একথাই এদিন পরিষ্কার জানিয়ে দিলেন অকালি নেতা। কিন্তু কেন এই দূরত্ব? সেই প্রসঙ্গে নরেশ জানান, শিরোমণি অকালি দল (SAD) স্থানীয় দল। আমাদের ফোকাস শুধুই পাঞ্জাব। আমাদের উচিত করুণানিধি মডেল অনুসরণ করে চলা। যতবার তাঁর দল হেরেছে তিনি মাটির কাছে ফিরে এসেছেন। রাজ্যে দলের অবস্থানকে মজবুত করেছেন। লোকসভায় আমরা ৪ বা ৫টি আসন পেলাম কি পেলাম না, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার পাঞ্জাবেই থাকব।

তিনি আরও জানিয়েছেন, যদি কংগ্রেস ও আপ পাঞ্জাবে জোট বাঁধে, অকালি দল আরও বড় শক্তি হিসেবে উঠে আসবে।

 

 

 

 

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version