Saturday, August 23, 2025

কুলির পর ফের নয়া অবতারে! লোকসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর রাহুলের

Date:

দিন সাতেক আগেই দিল্লির (Delhi) আনন্দ বিহার রেল স্টেশনে গিয়ে কুলিদের লাল জামা গায়ে চাপিয়ে হাতে ব্যাজ পড়ে মাথায় সুটকেস তুলে নিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর তারপর কিছুদিন কাটতে না কাটতেই দিল্লির কীর্তিনগর এলাকায় রাহুলকে দেখা গেল ছুতোরের ভূমিকায়! নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ছবি। বৃহস্পতিবার দিল্লির কীর্তিনগরের এক আসবাবের দোকানে পৌঁছে গিয়েছিলেন সোনিয়াপুত্র। সেখানেই কর্মীদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, নিজের হাতে করাতও তুলে নেন। কাঠ কাটেন। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে জনসংযোগ বাড়াতে সব রকম পদক্ষেপ নিচ্ছেন সোনিয়া পুত্র এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

এর আগেও দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারেজে মিস্ত্রিদের সঙ্গে বাইক সারাবার কাজে হাত লাগিয়েছিলেন রাহুল গান্ধী। তারপর হরিয়ানার সোনিপতের মাদিনা গ্রামে কৃষকদের চাষ করতে দেখে প্যান্ট গুটিয়ে নিজেই চাষ করতে নেমে পড়েছিলেন তিনি। সাত দিন আগেই কুলিদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান ওয়ানেড়ের সাংসদ। আসলে, রাহুল আগেও ভারত জোড়ো যাত্রার যে কথা বলেছিলেন, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষকের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। এদিনও কাঠের মিস্ত্রিদের কাজে হাত লাগিয়ে সেরকমই উদ্যোগ নিলেন রাহুল। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, “আজ আমি কীর্তিনগরে এশিয়ার বৃহত্তম আসবাবের বাজারে গিয়েছিলাম। সেখানে ছুতোর ভাইদের সঙ্গে দেখা করি। শুধু পরিশ্রমীই নন, এই কর্মীরা ভালো শিল্পীও বটে। নিজেদের হাতের জাদুতে সৌন্দর্যের জন্ম দেয়। অনেকক্ষণ কথা বললাম। তাঁদের কাজ শেখা এবং করার চেষ্টাও করলাম।”

লোকসভার আগে একাধিক জনসংযোগমূলক কর্মসুচিতে অংশ নিচ্ছেন রাহুল গান্ধী। এরপর সরাসরি প্রচারে নেমে পড়বেন তিনি।

 

 

 

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version