Thursday, August 21, 2025

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের (Pakistan)। অর্থনৈতিক সংকটের পর পড়শি দেশের রাজনীতিও বেশ চর্চার মুখে। এবার পাকিস্তানকে সতর্কবার্তা দিল সৌদি আরব (Saudi Arabia)। আর্থিক সমস্যায় জর্জরিত পাক সরকারকে হজযাত্রী বাছাইয়ের ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে সৌদি সরকার। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে হজযাত্রায় কোটায় (Haj Quota) আবেদনকারীদের মনোনয়নের বিষয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে পাকিস্তানকে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আর যাই হোক কোনওভাবেই যাতে ভিখারি কিংবা পকেটমারের মতো ছিঁচকে অপরাধীরা হজের সুযোগ না পান।

হজের পুণ্যার্থীদের নিয়ন্ত্রণের কারণেই প্রতিটি দেশের জন্য কোটা নির্দিষ্ট করে দেয় সৌদি প্রশাসন। কোন দেশ থেকে কত জন মক্কায় আসবেন, তা সৌদিকে আগে থেকে জানাতে হয়। কোটার মাধ্যমে মেলে আর্থিক সাহায্যও। আর সেই কোটার সুযোগে যাতে কোনও ভিখারি কিংবা অপরাধীরা ঢুকে পড়তে না পারে সে বিষয়ে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিল সৌদি আরব।

তবে এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে জানিয়ে পাক বিদেশ মন্ত্রককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমাদের জেলগুলিতে আপনাদের দেশের কয়েদিদের ভিড় জমে গিয়েছে। আর জায়গা নেই। সুতরাং চলতি বছর আর অপরাধী পাঠিয়ে সেই জায়গা ভরাট করবেন না। চলতি বছর সৌদি থেকে ১ লক্ষ ৭৯ হাজার মানুষের কোটা পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিকভাবে প্রবল আর্থিক সঙ্কটের কারণে এ বছর প্রথমে ইসলামাবাদ তা ফিরিয়ে দিয়েছিল। কিন্তু শেষমেশ কিছু শর্ত মেনে হজযাত্রায় সম্মতি দেয় পাক সরকার।

 

 

 

Related articles

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...

Gold Silver Price: ঠাণ্ডা হচ্ছে বাজার, ইঙ্গিত সোনার দামে

সোমবার ২১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৮৯০ ₹     ৯৮৯০০ ₹ খুচরো পাকা সোনা   ৯৯৪০...
Exit mobile version