Saturday, November 1, 2025

হজযাত্রী বাছাইয়ের ক্ষেত্রে এবার পাকিস্তানকে কড়া বার্তা সৌদি আরবের

Date:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের (Pakistan)। অর্থনৈতিক সংকটের পর পড়শি দেশের রাজনীতিও বেশ চর্চার মুখে। এবার পাকিস্তানকে সতর্কবার্তা দিল সৌদি আরব (Saudi Arabia)। আর্থিক সমস্যায় জর্জরিত পাক সরকারকে হজযাত্রী বাছাইয়ের ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে সৌদি সরকার। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে হজযাত্রায় কোটায় (Haj Quota) আবেদনকারীদের মনোনয়নের বিষয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে পাকিস্তানকে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আর যাই হোক কোনওভাবেই যাতে ভিখারি কিংবা পকেটমারের মতো ছিঁচকে অপরাধীরা হজের সুযোগ না পান।

হজের পুণ্যার্থীদের নিয়ন্ত্রণের কারণেই প্রতিটি দেশের জন্য কোটা নির্দিষ্ট করে দেয় সৌদি প্রশাসন। কোন দেশ থেকে কত জন মক্কায় আসবেন, তা সৌদিকে আগে থেকে জানাতে হয়। কোটার মাধ্যমে মেলে আর্থিক সাহায্যও। আর সেই কোটার সুযোগে যাতে কোনও ভিখারি কিংবা অপরাধীরা ঢুকে পড়তে না পারে সে বিষয়ে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিল সৌদি আরব।

তবে এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে জানিয়ে পাক বিদেশ মন্ত্রককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমাদের জেলগুলিতে আপনাদের দেশের কয়েদিদের ভিড় জমে গিয়েছে। আর জায়গা নেই। সুতরাং চলতি বছর আর অপরাধী পাঠিয়ে সেই জায়গা ভরাট করবেন না। চলতি বছর সৌদি থেকে ১ লক্ষ ৭৯ হাজার মানুষের কোটা পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিকভাবে প্রবল আর্থিক সঙ্কটের কারণে এ বছর প্রথমে ইসলামাবাদ তা ফিরিয়ে দিয়েছিল। কিন্তু শেষমেশ কিছু শর্ত মেনে হজযাত্রায় সম্মতি দেয় পাক সরকার।

 

 

 

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version