৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই ভারতে খেলতে চলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচ তাদের। তবে তার নিজের অবসর নিয়ে বড় মন্তব্য করলেন বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান। জানিয়ে দিলেন কবে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন তিনি।
এই নিয়ে শাকিব বলেন,” বিশ্বকাপের পরে আমি আর দলের অধিনায়ক থাকব না। একটা কথা স্পষ্ট করে দিতে চাই। আমি ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলাম। কিন্তু তার পরে পাপন অর্থাৎ (বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন) ভাই আর দলের ম্যানেজমেন্ট বলল, আমাকে অধিনায়ক হিসাবে ওদের দরকার। তাই আমি রাজি হয়েছি। আমার জন্য নয়। দলের জন্য।”
এরপরই তিনি বলেন,”আমি খুব বেশি হলে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলব। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পরে ছোট ফর্ম্যাট থেকে অবসর নেব। শেষ একদিনের ক্রিকেট খেলব ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর টেস্ট ক্রিকেট থেকে বিশ্বকাপের পরেই অবসর নিতে পারি।”
আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারলেও বিশ্বকাপের আগে দলের খেলায় খুশি ভারত অধিনায়ক