Saturday, November 8, 2025

‘নতুন প্রজন্মের কাছে পৌঁছতেই টিকটক ব্যবহারের সিদ্ধান্ত’! ফের বি.তর্কিত মন্তব্য রামস্বামীর

Date:

ক্ষমতায় এলে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মতো লটারির ভিত্তিতে H1B ভিসা তুলে দেবেন তিনি। তার বদলে চালু করবেন মেধার ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগ। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর (Vivek Ramaswamy) এহেন মন্তব্য ঘিরে দিনকয়েক আগেই শোরগোল পড়ে গিয়েছিল। ফের চিন (China), টিকটক (Tiktok) ও ইউক্রেন (Ukraine) নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন রামস্বামী।

সম্প্রতি, দ্বিতীয় রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল বিতর্কে যোগ দিয়েছিলেন বিবেক। সব মিলিয়ে সেখানে ৭ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ওই বিতর্কে যোগ দেন। আর সেখানেই বিতর্কিত মন্তব্য করেন বিবেক। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক ছড়িয়েছে। সম্প্রতি বিবেক টিকটকে যোগ দিয়েছেন। তবে মার্কিন মুলুকের বহু জায়গায় চিনা অ্যাপ নিষিদ্ধ হলেও কেন বিবেক টিকটকে? এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনে জিততে তরুণ মার্কিনীদের আগামী প্রজন্মের কাছে পৌঁছনোর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পাশাপাশি অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের যে সোশ্যাল মিডিয়ার আসক্তি থাকা একেবারেই উচিত নয়, সেকথা মেনে নিয়েও নতুন প্রজন্মের কাছে পৌঁছতে টিকটকের মতো টুলকেই বেছে নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানান, টিকটক ব্যবহারের ফলে আমরা চিনের থেকেই স্বাধীনতা পাব, যা আমি চাই। যদি সত্যি আমরাই জিতি আমরা সেটা অবশ্যই পাব। আর বিবেকের এমন মন্তব্য শুনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা সমালোচনায় সরব হন।

তবে শুধু চিন বা টিকটক অ্যাপই নয়, এদিন ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও মুখ খুলে বিতর্ক বাড়িয়েছেন বিবেক। তাঁর কথায়, পুতিন শয়তান একনায়ক হলেও ইউক্রেন যে একেবারেই ভালো নয় তা এদিন মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। বিবেকের অভিযোগ, ওরা একটা এমন দেশ, যারা ১১টি দলকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি ইউক্রেনকে মার্কিন সাহায্যের ক্ষেত্রেও কাটছাঁট করার পক্ষেই সওয়াল করেছেন বিবেক।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version