Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) রুপোর পর এ বার সোনা। শুটিংয়ে একের পর এক পদক জিতছে ভারত। শুক্রবার সকাল থেকেই পদক জয় শুরু। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের।

২) অবশেষে জল্পনাই সত‍্যি হল। চোটের কারণে আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অক্ষর প‍্যাটেল। অক্ষরের জায়গায় ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন।

৩) এশিয়ান গেমসে যাত্রা শেষ ভারতীয় ফুটবল দলের। প্রি-কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের কাছে ০-২ গোলে হেরে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সুনীল ছেত্রীরা। সৌদির হয়ে জোড়া গোল মহম্মদ খালি মারানের।

৪) অবশেষে জর্ডান এলসের পরিবর্ত ফুটবলারের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল এফসি। জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি মাহেরকে ফ্রি ট্রান্সফারে সই করাল লাল হলুদ ব্রিগেড।

৫) নিজের অবসর নিয়ে বড় মন্তব্য করলেন বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান। জানিয়ে দিলেন কবে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন তিনি। এই নিয়ে শাকিব বলেন,” বিশ্বকাপের পরে আমি আর দলের অধিনায়ক থাকব না।

আরও পড়ুন:চোটের কারণে ছিটকে গেলেন অক্ষর, বিশ্বকাপে ভারতীয় দলে অশ্বিন

Previous articleআজকের বাজার দর
Next articleপুজোর আগে সাগরে ফের ঘূর্ণাবর্ত!আশ্বিনেও বঙ্গে বৃষ্টি