Friday, January 9, 2026

নিয়োগ মামলায় ক.ড়া পদক্ষেপ হাইকোর্টের! সরানো হল ইডির সহকারী ডিরেক্টরকে

Date:

Share post:

নিয়োগ মামলায় এবার বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। বৃহস্পতিবার ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে (Mithilesh Kumar Mishra) সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। এদিন বিচারপতি সাফ জানান, শুধুমাত্র মিখিলেশকে সরিয়ে দেওয়াই নয়, বাংলার কোনও মামলাতেই আর থাকতে পারবেন না ইডির এই সহকারী ডিরেক্টর। এদিন বিচারপতি নির্দেশ দেন, দ্রুত তাঁর জায়গায় অন্য কোনও আধিকারিককে নিয়ে আসতে হবে। নিয়োগ কাণ্ডে সম্প্রতি ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে চরম ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহা তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলেন, এই ধরনের তদন্ত করার জন্য কি তাঁর প্রশিক্ষণ রয়েছে? শুক্রবার সেই মিথিলেশকে নিয়োগকাণ্ডের সমস্ত তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি সিনহা।

শুক্রবার নিয়োগ মামলার তদন্তে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, আইও তথা ডেপুটি ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্র ক্রমশ আত্মবিশ্বাস হারাচ্ছেন। তাই তাঁকে শুধু এই মামলাই নয়, এই রাজ্যের কোনও মামলাতেই রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য ইডির ডিরেক্টরকে নির্দেশ পাঠিয়েছে আদালত। তবে এদিন বিচারপতি সাফ জানিয়ে দেন, ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ নিতে পারবে ইডি। তবে বিচারপতির সাফ মন্তব্য, মিথিলেশ কুমার একেবারই আত্মবিশ্বাসী নন এই তদন্তের ব্য়াপারে। আদালত তাঁর উপর বিশ্বাস হারিয়েছে। আর সেকারণেই নিয়োগ মামলার তদন্তের জন্য দ্রুত তদন্তকারী অফিসারকে নিযুক্ত করতে হবে।

তবে এদিন আইনজীবী ফিরদৌস শামিম জানান, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে যে মানি ট্রেলের তদন্ত ইডি করছে, সেই তদন্ত থেকে মিথিলেশ কুমারকে অব্যহতি দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, তিনি এই রাজ্যের কোনও তদন্তে আর অংশ নিতে পারবেন না। ইডির ডিরেক্টরকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ৩ তারিখ যে তদন্ত প্রক্রিয়া রয়েছে, তা যেন কোনওভাবেই ব্যহত না হয়।”

 

 

 

spot_img

Related articles

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...