অংশুমান চক্রবর্তী
নন্দন চত্বরের রাজ্য চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল কবিতা কর্নার। শুক্রবার সন্ধেয় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ কবিতা (Recitation) আকাদেমি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার (Subodh Sarkar)। স্বাগত ভাষণ দেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাচিকশিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায় (Sutapa Banerjee)।
মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে কবিতাপাঠ করেন সার্থক রায়চৌধুরী, মিতুল দত্ত, কমলেশ কুমার, তন্ময় মণ্ডল। আবৃত্তি পরিবেশন করেন তনুশ্রী পোড়েল, সোমা গুপ্ত, সায়ন্তনী বসু, রুবাই মাইতি।
অনুষ্ঠান শেষ হয় গানে গানে। সমবেতভাবে রবীন্দ্রনাথের গান শোনান ডাকঘর সংস্থার শিল্পীরা। পরিচালনায় মনোজ মুরালী নায়ার। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে বহু মানুষ এসেছিলেন কবিতা (Recitation) শুনতে। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির নিয়মিত প্রতি মাসে কবিতা কর্নার-এর আয়োজন করে।