Monday, August 25, 2025

এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীর পায়ে গরম জল ফেলে দিলেন কেবিন ক্রু! তারপর… ?

Date:

এর আগে একাধিকবার বিমানে কেবিন ক্রুদের উপর যাত্রীদের হেনস্তার ঘটনা সামনে এসেছে। এবার মহিলা যাত্রীর পায়ে গরম জল ফেলে দেওয়ার মত ভয়ঙ্কর অভিযোগ উঠল বিমানের এক ক্রু সদস্যের বিরুদ্ধে। এমনকি বিমানের মধ্যে তাঁর ঠিকমতো চিকিৎসা করানো হয়নি বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। গরম জল পড়ার কারণে তাঁর পায়ে এতটাই চোট লাগে যে, তিনি বিছানায় শয্যাশায়ী হয়েছিলেন বলে দাবি মহিলার। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই যাত্রীর কাছে ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ মাঝ আকাশে ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা! ইন্ডিগোর বিমানে শোরগোল
দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন চারু তোমর নামে এক মহিলা। তাঁর সঙ্গে ছিলেন চার বছরের পুত্রসন্তান এবং ৮৩ বছরের শাশুড়ি। ওই যাত্রীর অভিযোগ, বিমানের এক ক্রু সদস্য তাঁর ডান পায়ে গরম জল ফেলে দেন। এই কাণ্ডের পর সাহায্য না কএ ছুটে পালিয়ে যান ওই ক্রু সদস্য।
গোটা ঘটনার কথা এক্স হ্যান্ডলে সকলের সামনে তুলে ধরেন ওই মহিলা। তিনি জানান, গরম জল পায়ে লাগায় যন্ত্রণা হচ্ছিল তাঁর। বাধ্য হয়ে চিৎকার করে চিকিৎসককে ডাকেন তিনি। বিমানে এক চিকিৎসক ছিলেন। তিনিই মহিলার প্রাথমিক চিকিৎসা করান। তবে বিমানে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত পর্যাপ্ত পরিমাণে ছিল না বলে দাবি করেছেন ওই যাত্রী। প্রায় দু’ঘণ্টা ধরে বিমানে যন্ত্রণায় ছটফট করছিলেন বলে দাবিও করেন তিনি।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করে জানায়, সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন ক্রু সদস্যেরা। চিকিৎসককেও ডাকা হয়। গোটা বিষয়টা তাঁরা গুরুত্ব সহকারে দেখছেন ।

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version