Sunday, August 24, 2025

এশিয়ান গেমসে হকিতে সেমিফাইনালে ভারত, পাকিস্তানকে হারাল ১০-২ গোলে

Date:

এশিয়ান গেমসে হকিতে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল। এদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে গুনে গুনে দশ গোল দিলেন হরমনপ্রীত সিংরা। চার গোল করলেন তিনি। পাকিস্তানকে ১০-২ গোলে হারানোর সঙ্গে সঙ্গেই ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া। এর আগে ভারত-পাকিস্তানের কোনও হকি ম্যাচেই এত গোল হয়নি। শনিবারের ম্যাচ তাই নতুন ইতিহাস তৈরি করল।

এদিন ভারত দাঁড়াতেই দিল না পাকিস্তান। গোটা ম্যাচ জুড়ে আক্রমণের পর আক্রমণ। যে যখন আক্রমণে উঠেছেন, গোল করে এসেছেন। মাঝে কিছুটা সময় পাকিস্তান দু’গোল শোধ করলেও গোটা ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেনি পাকিস্তান। প্রথম কোয়ার্টারেই ২-০ এগিয়ে যায় ভারত। প্রথম থেকে আক্রমণ করতে থাকে ভারত।ম‍্যাচের ৮ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন মনদীপ সিং। অভিষেক পাস দিয়েছিলেন মনদীপকে। ফাঁকা জালে বল জড়ান মনদীপ। পরের মিনিটেই পাকিস্তান পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষের দিকে পাকিস্তানের গোলকিপার ডি বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন ভারতেক এক খেলোয়াড়কে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আবার এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। ম‍্যাচের ৩০ মিনিটে ভারতের হয়ে ৪-০ সুমিত।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন হরমনপ্রীত। এ বারও পেনাল্টি স্ট্রোক থেকে। কিছুক্ষণ পরেই পেনাল্টি কর্নায় পায় ভারত। নিজের চতুর্থ গোল করেন হরমনপ্রীত।পাকিস্তান মাঝে একটি গোল শোধ করে। পেনাল্টি কর্নার থেকে গোল করেন মহম্মদ খান। এরপরই কাউন্টার অ্যাটাক থেকে দারুণ পাস দেন সুখজিৎ। স্টিকে বল ছুঁইয়ে গোল করেন বরুণ। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগে আবার একটি গোল করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে দ্বিতীয় গোলটি করেন আব্দুল রানা। কিন্তু আবারও দুটি গোল করে ব্যবধান বাড়ায় ভারত। পাকিস্তানের গোলকিপারের ভুলে লম্বা বল থেকে গোল করেন শামসের সিং। ভারতের নবম গোলের ক্ষেত্রেও পাকিস্তানের রক্ষণের ভুল। ভারতের তিন খেলোয়াড় উঠে এসেছিলেন। পাকিস্তানের রক্ষণ কিছু বুঝে ওঠার আগেই গোল ললিত উপাধ্যায়ের। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল বরুণ কুমারের।

আরও পড়ুন:‘এটাই শেষ বিশ্বকাপ’, দলে সুযোগ পেয়ে জানিয়ে দিলেন অশ্বিন

 

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version