Tuesday, May 13, 2025

গান্ধী বনাম গডসে, লড়াইটা আদর্শের: ভোট প্রচারে সরব রাহুল

Date:

Share post:

“বিজেপির(BJP) বিরুদ্ধে লড়াইটা আদর্শের। ঘৃণার বিরুদ্ধে এই লড়াই,” ভোটমুখি মধ্যপ্রদেশে(Madhya Pradesh) প্রচারে গিয়ে নির্বাচনী যুদ্ধের সুর বেঁধে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। একইসঙ্গে জানিয়ে দিলেন, বিজেপি মানেই নাথুরাম গডসে! যে মহাত্মা গান্ধীর হত্যাকারী। কড়া সুরে এভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন কংগ্রেস(Congress) সাংসদ।

শনিবার মধ্যপ্রদেশে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেন, “এটা আদর্শের লড়াই। একদিকে আছে কংগ্রেস, অন্যদিকে বিজেপি। একদিকে মহাত্মা গান্ধী, অপরদিকে নাথুরাম গডসে। বিজেপি আর কংগ্রেসের (Congress) মধ্যে পার্থক্য ততটাই যতটা ভালোবাসা এবং ভ্রাতৃত্বের সঙ্গে ঘৃণার।” একইসঙ্গে সুর চড়িয়ে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “বিজেপি শুধু ঘৃণা শেখায়। ওরা এতটা ঘৃণা ছড়িয়েছে যে মধ্যপ্রদেশের মানুষ এবার ওদেরই ঘৃণা করা শুরু করেছে।”

এর পাশাপাশি কংগ্রেস সাংসদ বলেন, “আমরা মধ্যপ্রদেশে ৩৭০ কিলোমিটার হেঁটেছি এবং রাজ্যের কৃষক, মহিলা এবং যুবকদের সাথে দেখা করেছি। তারা আমাকে কয়েকটি জিনিস বলেছিল। মধ্যপ্রদেশে বিজেপি যে পরিমাণ দুর্নীতি করেছে তা দেশের কোথাও হয়নি।” তিনি আরও বলেন, “কৃষকরা আমাকে বলেছে যে তারা তাদের পণ্যের উপযুক্ত দাম পায় না। ছত্তিশগড়ে, আমরা চালের জন্য ২,৫০০ টাকা দিই। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করেছি।” মধ্যপ্রদেশে নির্বাচনে জয়লাভ করলে জাতিভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিয়ে রাহুল আরও বলেন, “ক্ষমতায় আসার পরেই, আমরা প্রথম কাজটি যা করব তা হল, দেশের ওবিসিদের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতিভিত্তিক জনগণনা করা। কারণ তাঁদের সঠিক সংখ্যা কেউ জানেন না। কেন্দ্রে ক্ষমতায় এলে ওবিসিদের প্রকৃত সংখ্যা জানার জন্য জাতসুমারি করাবে কংগ্রেস।”

spot_img

Related articles

মাথার দাম ১০ লক্ষ! বিহার থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি

খালিস্তানি জঙ্গিদের নিধনে বিদেশে সাফল্য পাওয়া সম্ভব নয়, কার্যত স্পষ্ট ভারতের গোয়েন্দা বিভাগের কাছে। অন্যদিকে ভারতের গোয়েন্দা বিভাগের...

বিদ্যুতের বিপুল চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে নতুন শক্তি নীতি রাজ্য সরকারের

বিদ্যুতের বিপুল চাহিদা(Electric Demand) বৃদ্ধির দীর্ঘমেয়াদি পূর্বাভাসকে সামনে রেখে রাজ্য সরকার(State Govt) নতুন  শক্তি নীতি তৈরি করতে চলেছে।...

ফের কলকাতা বিমান বন্দরে ভুয়ো বোমাতঙ্ক! আটক এক যাত্রী

ফের কলকাতা(kolkata) বিমান বন্দরে(Air Port) ভুয়ো বোমাতঙ্ক(Bomb Threat)। মঙ্গলবার দুপুর দেড়টায় মুম্বইগামী ফ্লাইট ইন্ডিগো বিমানে(Indigo Airlines) বোমা রাখা...

পাঞ্জাবে বিষ মদের বলি ১৪! অসুস্থ ৬

পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা...