Friday, January 30, 2026

গান্ধী বনাম গডসে, লড়াইটা আদর্শের: ভোট প্রচারে সরব রাহুল

Date:

Share post:

“বিজেপির(BJP) বিরুদ্ধে লড়াইটা আদর্শের। ঘৃণার বিরুদ্ধে এই লড়াই,” ভোটমুখি মধ্যপ্রদেশে(Madhya Pradesh) প্রচারে গিয়ে নির্বাচনী যুদ্ধের সুর বেঁধে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। একইসঙ্গে জানিয়ে দিলেন, বিজেপি মানেই নাথুরাম গডসে! যে মহাত্মা গান্ধীর হত্যাকারী। কড়া সুরে এভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন কংগ্রেস(Congress) সাংসদ।

শনিবার মধ্যপ্রদেশে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেন, “এটা আদর্শের লড়াই। একদিকে আছে কংগ্রেস, অন্যদিকে বিজেপি। একদিকে মহাত্মা গান্ধী, অপরদিকে নাথুরাম গডসে। বিজেপি আর কংগ্রেসের (Congress) মধ্যে পার্থক্য ততটাই যতটা ভালোবাসা এবং ভ্রাতৃত্বের সঙ্গে ঘৃণার।” একইসঙ্গে সুর চড়িয়ে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “বিজেপি শুধু ঘৃণা শেখায়। ওরা এতটা ঘৃণা ছড়িয়েছে যে মধ্যপ্রদেশের মানুষ এবার ওদেরই ঘৃণা করা শুরু করেছে।”

এর পাশাপাশি কংগ্রেস সাংসদ বলেন, “আমরা মধ্যপ্রদেশে ৩৭০ কিলোমিটার হেঁটেছি এবং রাজ্যের কৃষক, মহিলা এবং যুবকদের সাথে দেখা করেছি। তারা আমাকে কয়েকটি জিনিস বলেছিল। মধ্যপ্রদেশে বিজেপি যে পরিমাণ দুর্নীতি করেছে তা দেশের কোথাও হয়নি।” তিনি আরও বলেন, “কৃষকরা আমাকে বলেছে যে তারা তাদের পণ্যের উপযুক্ত দাম পায় না। ছত্তিশগড়ে, আমরা চালের জন্য ২,৫০০ টাকা দিই। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করেছি।” মধ্যপ্রদেশে নির্বাচনে জয়লাভ করলে জাতিভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিয়ে রাহুল আরও বলেন, “ক্ষমতায় আসার পরেই, আমরা প্রথম কাজটি যা করব তা হল, দেশের ওবিসিদের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতিভিত্তিক জনগণনা করা। কারণ তাঁদের সঠিক সংখ্যা কেউ জানেন না। কেন্দ্রে ক্ষমতায় এলে ওবিসিদের প্রকৃত সংখ্যা জানার জন্য জাতসুমারি করাবে কংগ্রেস।”

spot_img

Related articles

কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়: আনন্দপুরের দুর্ঘটনাস্থলে পরিদর্শনের পরে মন্তব্য রাজ্যপালের

ঘটনার পরে কেটে গিয়েছে ৫দিন। এত পরে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। শুক্রবার আনন্দপুরের...

ভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে...

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...