Friday, December 19, 2025

গান্ধী বনাম গডসে, লড়াইটা আদর্শের: ভোট প্রচারে সরব রাহুল

Date:

Share post:

“বিজেপির(BJP) বিরুদ্ধে লড়াইটা আদর্শের। ঘৃণার বিরুদ্ধে এই লড়াই,” ভোটমুখি মধ্যপ্রদেশে(Madhya Pradesh) প্রচারে গিয়ে নির্বাচনী যুদ্ধের সুর বেঁধে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। একইসঙ্গে জানিয়ে দিলেন, বিজেপি মানেই নাথুরাম গডসে! যে মহাত্মা গান্ধীর হত্যাকারী। কড়া সুরে এভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন কংগ্রেস(Congress) সাংসদ।

শনিবার মধ্যপ্রদেশে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেন, “এটা আদর্শের লড়াই। একদিকে আছে কংগ্রেস, অন্যদিকে বিজেপি। একদিকে মহাত্মা গান্ধী, অপরদিকে নাথুরাম গডসে। বিজেপি আর কংগ্রেসের (Congress) মধ্যে পার্থক্য ততটাই যতটা ভালোবাসা এবং ভ্রাতৃত্বের সঙ্গে ঘৃণার।” একইসঙ্গে সুর চড়িয়ে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “বিজেপি শুধু ঘৃণা শেখায়। ওরা এতটা ঘৃণা ছড়িয়েছে যে মধ্যপ্রদেশের মানুষ এবার ওদেরই ঘৃণা করা শুরু করেছে।”

এর পাশাপাশি কংগ্রেস সাংসদ বলেন, “আমরা মধ্যপ্রদেশে ৩৭০ কিলোমিটার হেঁটেছি এবং রাজ্যের কৃষক, মহিলা এবং যুবকদের সাথে দেখা করেছি। তারা আমাকে কয়েকটি জিনিস বলেছিল। মধ্যপ্রদেশে বিজেপি যে পরিমাণ দুর্নীতি করেছে তা দেশের কোথাও হয়নি।” তিনি আরও বলেন, “কৃষকরা আমাকে বলেছে যে তারা তাদের পণ্যের উপযুক্ত দাম পায় না। ছত্তিশগড়ে, আমরা চালের জন্য ২,৫০০ টাকা দিই। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করেছি।” মধ্যপ্রদেশে নির্বাচনে জয়লাভ করলে জাতিভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিয়ে রাহুল আরও বলেন, “ক্ষমতায় আসার পরেই, আমরা প্রথম কাজটি যা করব তা হল, দেশের ওবিসিদের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতিভিত্তিক জনগণনা করা। কারণ তাঁদের সঠিক সংখ্যা কেউ জানেন না। কেন্দ্রে ক্ষমতায় এলে ওবিসিদের প্রকৃত সংখ্যা জানার জন্য জাতসুমারি করাবে কংগ্রেস।”

spot_img

Related articles

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...

হেড কোচ হিসেবে মানতে চান না! টিম ইন্ডিয়াতে গম্ভীরের ভূমিকা স্পষ্ট করলেন কপিল

সাদা বলে সাফল্য পেলেও  টেস্টে ক্রিকেটে গৌতম গম্ভীরের(Gautam Gambhir)  কোচিংয়ে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী। ঘরের মাঠে দুই দলের...

আওয়ামী লিগের বাড়ি ভাঙতে বুলডোজার, হাদির মৃত্যুতে শনিবার শোকদিবস পালনের ডাক ইউনূসের 

ভোটের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নৈরাজ্যের আগুনে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রে। ঢাকা-চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা, ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ...

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...