Wednesday, May 14, 2025

যোগীরাজ্যে আবাস যোজনায় ৫৪.৬১ কোটির দুর্নীতি, ‘নীরব দর্শক’ মোদি

Date:

Share post:

একদিকে বাংলার গরিব মানুষের টাকা আটকে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে মোদি সরকার(Modi Govt)। অন্যদিকে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে(UttarPradesh) আবাস যোজনায় চলছে বেলাগাম দুর্নীতি। গরিবকে বঞ্চিত করে তাঁদের প্রাপ্য হাতিয়ে নিচ্ছে অন্য কেউ। যোগীরাজ্যে আবাস যোজনায় লাগাম ছাড়া সেই দুর্নীতি প্রকাশ্যে চলে এল এবার। যেখানে দেখা যাচ্ছে, ৫৯ জেলায় ৯২১৭ ভুয়ো ব্যক্তির নামে আবাসে ৫৪ কোটি ৬১ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম দৈনিক ভাস্কর সংবাদপত্রের সাম্প্রতিক খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের ৫৯ জেলায় ৯২১৭ জন ভুয়ো ব্যক্তিকে পিএম গ্রামীণ আবাস যোজনায় গত কয়েক বছর ধরে টাকা দেওয়া হয়েছে। এবং সেই টাকা উদ্ধার করতেও ব্যর্থ হয়েছে যোগী সরকার। কারণ, ভূতুড়ে তালিকাভুক্তদের তো কোনও অস্তিত্বই নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তরপ্রদেশে ওই যোজনায় এখনও পর্যন্ত একদিনের জন্যেও কি টাকা বরাদ্দ বন্ধ করা হয়েছে? ঐ রাজ্য থেকে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী প্রমুখ লোকসভায় নির্বাচিত। সেজন্যই কি বুলডোজার প্রশাসনের বিরুদ্ধে নেই কোনও পদক্ষেপ? অথচ বাংলায় দুর্নীতির কোনও প্রমাণ ছাড়াই শুধুমাত্র বিজেপি নেতাদের মৌখিক প্রস্তাবে বন্ধ করে দেওয়া হচ্ছে ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের বরাদ্দ।

এদিকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এমন ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে আসার পর মুখ রক্ষার্থে ভুয়ো টাকা উদ্ধারের পথে নেমেছে যোগী সরকার। যদিও সে কাজে কার্যত ব্যর্থ বিজেপি সরকার। ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভুয়ো ব্যক্তিদের জন্য বরাদ্দ হওয়া টাকা উদ্ধারের লক্ষ্যে সরকারের প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে কিছু টাকা উদ্ধার হলেও এখনও ১৮ কোটি ৮৬ লক্ষ টাকার কোনও হদিশ পাওয়া যায়নি। এই ঘটনা শুধু যোগী রাজ্যে নয়, বিজেপি শাসিত একের পর এক রাজ্যে প্রকাশ্যে আসতে শুরু করেছে আবাস যোজনায় এমন ব্যপক দুর্নীতি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে দুর্নীতির প্রমান পাওয়া সত্ত্বেও কেন উত্তরপ্রদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না মোদি সরকার? অন্যদিকে, কেন বিজেপি নেতাদের রাজনৈতিক সুবিধা দিতে কোনও দুর্নীতির প্রমাণ ছাড়াই আটকে দেওয়া হল বাংলার মানুষের প্রাপ্য টাকা।

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...