নজরে নি.রাপত্তা! জঙ্গল সাফারিতে বাতিল হচ্ছে পুরনো জিপসি, সিদ্ধান্ত বনদফতরের

পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিচ্ছে বনদফতর। জঙ্গল সাফারিতে বাতিল করে দেওয়া হচ্ছে পুরনো জিপসি গাড়ি। বহু পুরোনো জিপসি গাড়িগুলি অনেক বছর ধরে বক্সার জঙ্গলে পর্যটকদের জঙ্গল সাফারি করায়। বেসরকারি পর্যটন ব্যাবসায়ীরা মূলত এই গাড়িগুলোর মালিক। তারাই বন দফতরের অনুমতি সাপেক্ষে পর্যটকদের তাদের গাড়িতে বন ভ্ৰমণ করান।আর এই কারণেই বুক্সায় চলাচল করা ৩০ টি জিপসি গাড়ি নতুন করে ফিটনেস না পাওয়ায়, তাদের বসিয়ে দিয়েছে বনদফতর। যার ফলে পর্যটকদের জঙ্গল সাফারি করার জন্য এই মুহূর্তে ফিট জিপিসি গাড়ির সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছে পাঁচে।

বনদফতরের এক নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বাতিল করে দেওয়া ৩০টি গাড়ির মালিকদের এখন বিএস -সিক্স স্ট্যান্ডার্ডের নতুন জিপসি কিনতে হবে। কিন্তু জিপসি প্রস্তুতকারী গাড়ি নির্মাণ সংস্থা বর্তমানে জিপসি গাড়ি উপাদন বন্ধ করে দিয়েছে। ফলে পুরোনো জিপসির মালিকরা চাইলেও নতুন জিপিসি গাড়ি কিনতে পারছেন না। যদিও বনদপ্তরের পক্ষ থেকে বিকল্প হিসেবে মারুতির তৈরি ‘জিমি’ অথবা পেট্রোল চালিত যে কোনো বিএস সিক্স স্ট্যান্ডার্ডের নতুন গাড়ি কেনার ছাড় দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, যদি লড়ঝড়ে গাড়ি চালাতে গিয়ে পর্যটকদের কোনোরকম বিপত্তি ঘটে, তখন তার সম্পূর্ণ দায় এসে পড়বে বনদফতরের ওপর। তাই আমরা বিকল্প নতুন গাড়ি কেনবার জন্য জিপসি মালিকদের বলেছি।

আরও পড়ুন- অ্যা.ন্টিবায়োটিকের অপব্যবহার ঠেকাতে ক.ঠোর রাজ্য, বিশেষ নজরদারির নির্দেশ স্বাস্থ্যসচিবের

Previous articleঅ্যা.ন্টিবায়োটিকের অপব্যবহার ঠেকাতে ক.ঠোর রাজ্য, বিশেষ নজরদারির নির্দেশ স্বাস্থ্যসচিবের
Next article১২ শিশু সহ ২৪ ঘন্টায় ২৪টি মৃ.ত্যু! কা.ঠগড়ায় মুম্বাইয়ের সরকারি হাসপাতাল