১২ শিশু সহ ২৪ ঘন্টায় ২৪টি মৃ.ত্যু! কা.ঠগড়ায় মুম্বাইয়ের সরকারি হাসপাতাল

২৪ ঘণ্টার ব্যবধানে ২৪টি মৃত্যু। তার মধ্যে রয়েছে ১২টি শিশুও। মহারাষ্ট্রের নান্দেডের শঙ্কররাও চ্যাভান হাসপাতালের ঘটনা। বেশিরভাগ মৃত্যুই হয়েছে সাপের কামড়ে। যদিও হাসপতালের ডিনের দাবি, ওষুধপত্র এবং কর্মীদের ব্যাপক ঘাটতির কারণেই ২৪ ঘণ্টার মধ্যে ২৪টি মৃত্যুর সাক্ষী হতে হয়েছে হাসপাতালকে।

এই প্রসঙ্গে নান্দেডের শঙ্কররাও চ্যাভান সরকারি হাসপাতালের ডিন উল্লেখ করেছেন গত ২৪ ঘন্টায় ২৪টি মৃত্যুর মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক প্রাথমিকভাবে বিভিন্ন অসুস্থতার কারণে মারা গেছেন। বেশিরভাগই মৃত্যু সাপের কামড়ের জন্য হয়েছে। গত ২৪ ঘণ্টায় ছয়জন পুরুষ ও ছয়টি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ” ৭০ থেকে ৮০-কিমি ব্যাসার্ধের পরিষেবা কেন্দ্র এই হাসপাতাল। তাই, রোগীরা আমাদের কাছে দূর-দূরান্ত থেকে আসে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে এটি একটি সমস্যা তৈরি করে”। ডিন বলেন, “হাফকাইন ইনস্টিটিউট আছে। তাদের কাছ থেকে আমাদের ওষুধ কেনার কথা ছিল কিন্তু সেটাও হয়নি। কিন্তু আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনে রোগীদের দিয়েছি”। এই ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন যে হাসপাতালের ঘটনার বিষয়ে আরও বিশদ তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন- নজরে নি.রাপত্তা! জঙ্গল সাফারিতে বাতিল হচ্ছে পুরনো জিপসি, সিদ্ধান্ত বনদফতরের

Previous articleনজরে নি.রাপত্তা! জঙ্গল সাফারিতে বাতিল হচ্ছে পুরনো জিপসি, সিদ্ধান্ত বনদফতরের
Next articleমাজিয়াকে ২-১ গোলে হারাল মোহনবাগান, জোড়া গোল ক‍্যামিন্সের