মিথ্যা অ.ভিযোগ! বিজেপি রাজ্য সভাপতির বি.রুদ্ধে মা.মলা করতে চলেছেন কালনার বিধায়ক

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা করবেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। বৃহস্পতিবার কাটোয়ার পানুহাটে দলের ‘জনসম্পর্ক’ সভায় বিজেপি রাজ্য সভাপতি কটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর নাম করে অভিযোগ করেন, হুঁশিয়ারি দেন। এই ‘মিথ্যা অভিযোগের’ বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ।

তৃণমূল বিধায়ক বলেন, ‘সুকান্ত মজুমদারের বক্তব্যের ভিডিও ফুটেজ দলের রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে মামলার অনুমতি চেয়েছিলাম। দল অনুমতি দিয়েছে।’ আরও বলেন, ‘উনি আমাকে ঘুমের ওষুধের ডোজ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। উনি জানেনই না যে আমাকে ঘুমের ওষুধ খেতে হয় না। বরং আমি ওঁরই ঘুম ছুটিয়ে দেব।’ কালনার পুরপ্রধান থাকাকালীন কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন বলে দেবপ্রসাদবাবুর বিরুদ্ধে অভিযোগ তোলেন সুকান্ত। সেই সঙ্গে এক তৃণমূল কাউন্সিলরের স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পিছনেও ‘দেবপ্রসাদবাবুর ভূমিকা’র দিকে আঙুল তুলে ‘ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআইয়ের’ দ্বারস্থ হওয়ার কথাও বলেন। এইসব অভিযোগের উত্তরে রবিবার দেবপ্রসাদবাবু বলেন, ‘উনি আমার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ তুলেছেন। প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’ কাউন্সিলরের স্বামীর অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে দেবপ্রসাদবাবুর যুক্তি, ‘তদন্ত করলেই দেখা যাবে, হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে ওঁর মৃত্যু হয়েছে। বরং চিকিৎসার জন্য সাহায্য চেয়ে ওই কাউন্সিলর আমাকে ফোন করেন।’

এদিকে কাটোয়ার তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধেও নাম ধরে আক্রমণ করেন সুকান্ত। রবীন্দ্রনাথবাবু অবশ্য সুকান্তর বক্তব্যকে আমল না দিয়ে বলেন, ‘ওঁর বক্তব্যের কী মূল্য আছে? বিজেপি আর ওদের নেতাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই কোনও গুরুত্ব দিচ্ছি না।’ স্বপনবাবুর প্রতিক্রিয়া, ‘সামনে লোকসভা ভোট। তাই মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার করে বাজার গরম করার চেষ্টা করছেন ওঁরা। তৃণমূলের পাশে মানুষ আছেন সেটা বুঝেছেন, আবার বুঝে যাবেন।’

আরও পড়ুন- সুখবর : ক্যানভাস স্বয়মের নিবেদন ‘ডিজিটাল ক্যানভাস’, এক অ্যাপেই পুজো ফিভার

Previous articleবকেয়া আদায়ে সত্যাগ্রহ তৃণমূলের: অভিষেকের নেতৃত্বে দিল্লির বৈঠকে চূড়ান্ত হল কর্মসূচি
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ