Saturday, August 23, 2025

মিশন বেঙ্গালুরু, সুনীলদের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য কুয়াদ্রাতের

Date:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। বুধবার অ্যাওয়ে ম্যাচ কান্তিরাভা স্টেডিয়ামে। ক্লেটন সিলভার জোড়া গোলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার মিশন বেঙ্গালুরু। বেঙ্গালুরু এফসি প্রথম দুই ম্যাচ হারলেও তাদের নিয়ে সতর্ক ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। বেঙ্গালুরু সুনীল ছেত্রী, সুরেশ সিংকে পাচ্ছে এই  ম্যাচে। সুনীলদের সঙ্গে এশিয়ান গেমসে খেলে আসা সেন্ট্রাল ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে পাচ্ছে ইস্টবেঙ্গলও। ফলে কান্তিরাভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা।

বেঙ্গালুরু কুয়াদ্রাত, ক্লেটন সিলভার পুরনো দল। ইস্টবেঙ্গল কোচের কাছে তাই স্পেশাল ম্যাচও।বেঙ্গালুরু রওনা হওয়ার আগে সোমবার ইস্টবেঙ্গল কোচ ও ডিফেন্ডার জোস পারদো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে কুয়াদ্রাত বলেন, “বেঙ্গালুরু ওদের খেলার সিস্টেম বদলেছে। প্রথম দুই ম্যাচ হারলেও ওদের ডিফেন্স এবার বেশ জমাট। সুনীল, সুরেশ ফিরছে।আমরাও পাব লালচুংনুঙ্গাকে। ওরা নিজেদের মাঠে খেলবে। চাপ বেঙ্গালুরুর উপর থাকবে। তবে আমরা চাপমুক্ত থেকে তিন পয়েন্ট আনতে চাই।”

জর্ডন এলসের পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দেওয়া নতুন বিদেশি সেন্টার ব্যাক মাহের দলের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি খেলতে পারেন। পুরনো দলের বিরুদ্ধে ম্যাচ নিয়ে কুয়াদ্রাত বলেন, “স্পেশাল ম্যাচ। নিশু, মন্দার, ক্লেটনদের ওখানে আমি পেয়েছি। বেঙ্গালুরুর সমর্থকরাও আমাকে মনে রেখেছে। তবে পেশাদারদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়।”

আরও পড়ুন:দুরন্ত শতরান যশস্বীর, এশিয়ান গেমসের সেমিতে ভারত

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version