Saturday, May 17, 2025

হকের দাবি বুঝে নেব আমরা: দিল্লিতে হুঙ্কার বাংলার পঞ্চায়েত মন্ত্রীর

Date:

১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। বারবার টাকা ফেরানোর অনুরোধ জানানো হলেও কথা কানে তোলেনি বিজেপি সরকার। বকেয়া প্রাপ্য আদায়ে এবার দিল্লিতে শুরু হয়েছে তৃণমূলের(TMC) আন্দোলন। মঙ্গলবার যন্তর মন্তরে আন্দোলন মঞ্চ থেকেই কড়া ভাষায় মোদি সরকারকে আক্রমণ শানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার(Pradip Majumdar)। সুর চড়িয়ে তিনি বলেন, “অনুরোধ, আবেদন যা যা করা উচিৎ সবরকমভাবে আমরা জানিয়েছি মোদি সরকারকে। তবে আমাদের আবেদন শোনেনি এই বধির সরকার। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদের হকের দাবি বুঝে নিতে এখানে উপস্থিত হয়েছি।”

এদিন মঞ্চে দাঁড়িয়ে প্রদীপবাবু বলেন, “আইন অনুযায়ী কাজের à§§à§« দিনের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার কথা, অথচ ২০২১ সাল থেকে কোনও টাকা দেওয়া হয়নি ১০০ দিনের কাজ করা কর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় à§© বার মোদিকে চিঠি লিখেছিলেন। নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে টাকা মিটিয়ে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তবে কোনও ফল হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন আমাদের সাংসদরা। আমি নিজে গিরিরাজের সঙ্গে দেখা করেছিলাম প্রাপ্য টাকা মেটানোর আবেদন জানিয়ে। একইভাবে টাকা আটকে দেওয়া হয়েছে আবাস যোজনায়।” পাশাপাশি বলেন, “যত কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল সবকটা দলকে সমোচিত জবাব দেওয়া হয়েছিল আমাদের দফতরের তরফে। বারবার আবেদন জানানোর পর à§­ নভেম্বর সব প্রকল্প ছাড়ার আশ্বাস দেওয়া হয় কেন্দ্রের তরফে। এরপর ১৪ নভেম্বর ৫৬০০ পরিবর্তে মাত্র ৮০০ কিমি রাস্তার অর্থ দেওয়া হয়। ব্যাস এইটুকুই।” পাশাপাশি বঙ্গ বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি আরও জানান, বাংলার মাটিতে কয়েকটা আসন পাওয়ার পরই এরা দাঁত নখ বের করা শুরু করেছে। মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করে টাকা আটকে দিয়েছে এরা।

Related articles

প্রথম না হয়েও দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নজির নীরজের

তিনি রেকর্ড গড়েন, আবার নিজের রেকর্ড নিজেই ভাঙেন। ভারতের 'সোনার ছেলে' দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League 2025)...

ছত্রপতি শিবাজী বিমানবন্দরে হামলার হুমকি! মুম্বইয়ে জারি সর্তকতা

বাণিজ্য নগরীতে নাশকতার ছক! শনিবার সকালে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) বোমা...

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...
Exit mobile version