Monday, November 17, 2025

হকের দাবি বুঝে নেব আমরা: দিল্লিতে হুঙ্কার বাংলার পঞ্চায়েত মন্ত্রীর

Date:

১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। বারবার টাকা ফেরানোর অনুরোধ জানানো হলেও কথা কানে তোলেনি বিজেপি সরকার। বকেয়া প্রাপ্য আদায়ে এবার দিল্লিতে শুরু হয়েছে তৃণমূলের(TMC) আন্দোলন। মঙ্গলবার যন্তর মন্তরে আন্দোলন মঞ্চ থেকেই কড়া ভাষায় মোদি সরকারকে আক্রমণ শানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার(Pradip Majumdar)। সুর চড়িয়ে তিনি বলেন, “অনুরোধ, আবেদন যা যা করা উচিৎ সবরকমভাবে আমরা জানিয়েছি মোদি সরকারকে। তবে আমাদের আবেদন শোনেনি এই বধির সরকার। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদের হকের দাবি বুঝে নিতে এখানে উপস্থিত হয়েছি।”

এদিন মঞ্চে দাঁড়িয়ে প্রদীপবাবু বলেন, “আইন অনুযায়ী কাজের ১৫ দিনের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার কথা, অথচ ২০২১ সাল থেকে কোনও টাকা দেওয়া হয়নি ১০০ দিনের কাজ করা কর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩ বার মোদিকে চিঠি লিখেছিলেন। নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে টাকা মিটিয়ে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তবে কোনও ফল হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন আমাদের সাংসদরা। আমি নিজে গিরিরাজের সঙ্গে দেখা করেছিলাম প্রাপ্য টাকা মেটানোর আবেদন জানিয়ে। একইভাবে টাকা আটকে দেওয়া হয়েছে আবাস যোজনায়।” পাশাপাশি বলেন, “যত কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল সবকটা দলকে সমোচিত জবাব দেওয়া হয়েছিল আমাদের দফতরের তরফে। বারবার আবেদন জানানোর পর ৭ নভেম্বর সব প্রকল্প ছাড়ার আশ্বাস দেওয়া হয় কেন্দ্রের তরফে। এরপর ১৪ নভেম্বর ৫৬০০ পরিবর্তে মাত্র ৮০০ কিমি রাস্তার অর্থ দেওয়া হয়। ব্যাস এইটুকুই।” পাশাপাশি বঙ্গ বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি আরও জানান, বাংলার মাটিতে কয়েকটা আসন পাওয়ার পরই এরা দাঁত নখ বের করা শুরু করেছে। মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করে টাকা আটকে দিয়েছে এরা।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version