Tuesday, August 26, 2025

মাসের শেষে পুজো (Durga Puja)। স্বাভাবিক ভাবেই খরচ সংক্রান্ত একটা আশঙ্কা বাঙালির মনে থেকেই যাচ্ছে। এবার মুশকিল আসানে রাজ্য সরকার(Government of India)। পুজোর ছুটি শুরু হওয়ার আগেই যাতে রাজ্য সরকারি কর্মচারীরা(State Government Employees) অক্টোবর মাসের বেতন পেয়ে যান সে ব্যাপারে উদ্যোগ নেওয়া শুরু হল। সরকারি কর্মীদের পাশাপাশি সরকার পোষিত ও সহায়তা প্রাপ্ত স্কুল ও সংস্থার কর্মীদেরও আগাম বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

প্রতিমাসের শেষ দিনের আগেই বেতন পেয়ে যান রাজ্য সরকারি কর্মচারীরা। এ বার সেই বেতন পুজোর ছুটি শুরু হওয়ার আগেই দিয়ে দিতে চায় রাজ্য সরকার। তাই অক্টোবর মাসের শুরুতেই সেই মর্মে সরকারি অফিস ও সরকারি স্কুলগুলিতে উদ্যোগ শুরু হয়েছে। এ বছর শারদোৎসব শুরু চলতি মাসের তৃতীয় সপ্তাহে। তাই সরকার চাইছে, তার আগেই যাতে কর্মীদের বেতন দেওয়া যায়। এবিষয়ে ইতিমধ্যেই সব সরকারি দফতর ও স্কুলগুলিকে বেতন বিষয়ে বার্তা পাঠানো হয়েছে। তাদের বেতন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া আগামিকালের মধ্যেই শেষ করে ফেলতে বলা হয়েছে। সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির প্রধান শিক্ষকদেরও বুধবারের মধ্যে অনলাইন বেতন পোর্টালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অক্টোবর মাসের মধ্যে বেতন দেওয়ার কাজ শেষ করে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত এই সংক্রান্ত কাজ শেষ করতে প্রতি মাসের ১০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু এ বার সেই তারিখ প্রায় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। তাই মনে করা হচ্ছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই বেতন মিলবে।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version