Wednesday, December 3, 2025

রাজধানীতে বকেয়া আদায়ের লড়াই: যন্তর মন্তরে সুর চড়ালেন তৃণমূল বিধায়করা

Date:

Share post:

ন্যায্য পাওনার দাবিতে অভিষেকের আহ্বানে দিল্লির যন্তর মন্তরে চলছে তৃণমূলের আন্দোলন। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আদায়ে চলছে লড়াই। মঙ্গলবার দিল্লির এই ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস, ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়, মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

বিশ্বজিৎ দাস বলেন, “আজ ন্যায্য পাওনার দাবিতে ধরনা। তৃণমূল কংগ্রেসর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ বাংলার মানুষ এখানে ধরনা মঞ্চে রয়েছেন। বাংলার মানুষ জানে কীভাবে অধিকার ছিনিয়ে নিতে হয়। বাংলার টাকা আটকে রেখে সংসদ ভবন করছে মোদি সরকার। মীরজাফরদের (শুভেন্দু) দিয়ে বাংলার মানুষের ক্ষতি করছেন। অভিষেককে ভয় পেয়েছেন বলে ইডি ডেকেছিল। ইচ্ছা করে ট্রেন বাতিল করা হয়েছিল।

নির্মল চন্দ্র রায় বলেন, বিজেপি বাংলার গরিবদের ভাতে মারতে চাইছে। কিন্তু তা হবে না। বাংলার মানুষ লড়াই চালাবেন। মোদি সরকার ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে। বাংলার ,মানুষের টাকা ফিরিয়ে দিতে হবে।

মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে মোদি সরকার। কেন্দ্রের সরকারকে জবাব দিতে হবে। সারনা ধর্মের কোড, বিলটা পাশ করে কেন্দ্রের সরকারকে পাঠানো হয়েছে। কেন্দ্র চুপ করে রয়েছে। বিজেপি সরকার আমাদেরকে আমাদের ধর্মের কোডের অধিকার দিতে চায় না। তাই সমস্ত আদিবাসীকে গর্জে ওঠার আবেদন জানাচ্ছি। বিজেপি সরকার আদিবাসী বিরোধী সরকার। যারা বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের ঘরটাও মণিপুরের মতো জ্বলবে। সাবধান হয়ে যান। উত্তর প্রদেশেও দলিতদের ওপর অত্যাচার হয়।

স্নেহাশিস চক্রবর্তী- ১৬০০ কিমি রাস্তা বাসে করে এসেছেন বাংলার মানুষ। শুভেন্দু সুকান্তদের বলি বিজপির ক্ষমতা থাকলে এক মাসের মধ্যে এই জমায়েত করে দেখান। টাকা আটকে রেখেছে মোদি সরকার। ৯২ লক্ষ জব কার্ড হোল্ডার অ্যাক্টিভ। রাজঘাটে আমরা গতকাল নীরবে জমায়েত করেছিলাম। সেখান থেকেও পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন তিনি একজন দক্ষ প্রশাসক।

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...