Saturday, November 8, 2025

রাজধানীতে বকেয়া আদায়ের লড়াই: যন্তর মন্তরে সুর চড়ালেন তৃণমূল বিধায়করা

Date:

Share post:

ন্যায্য পাওনার দাবিতে অভিষেকের আহ্বানে দিল্লির যন্তর মন্তরে চলছে তৃণমূলের আন্দোলন। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আদায়ে চলছে লড়াই। মঙ্গলবার দিল্লির এই ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস, ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়, মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

বিশ্বজিৎ দাস বলেন, “আজ ন্যায্য পাওনার দাবিতে ধরনা। তৃণমূল কংগ্রেসর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ বাংলার মানুষ এখানে ধরনা মঞ্চে রয়েছেন। বাংলার মানুষ জানে কীভাবে অধিকার ছিনিয়ে নিতে হয়। বাংলার টাকা আটকে রেখে সংসদ ভবন করছে মোদি সরকার। মীরজাফরদের (শুভেন্দু) দিয়ে বাংলার মানুষের ক্ষতি করছেন। অভিষেককে ভয় পেয়েছেন বলে ইডি ডেকেছিল। ইচ্ছা করে ট্রেন বাতিল করা হয়েছিল।

নির্মল চন্দ্র রায় বলেন, বিজেপি বাংলার গরিবদের ভাতে মারতে চাইছে। কিন্তু তা হবে না। বাংলার মানুষ লড়াই চালাবেন। মোদি সরকার ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে। বাংলার ,মানুষের টাকা ফিরিয়ে দিতে হবে।

মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে মোদি সরকার। কেন্দ্রের সরকারকে জবাব দিতে হবে। সারনা ধর্মের কোড, বিলটা পাশ করে কেন্দ্রের সরকারকে পাঠানো হয়েছে। কেন্দ্র চুপ করে রয়েছে। বিজেপি সরকার আমাদেরকে আমাদের ধর্মের কোডের অধিকার দিতে চায় না। তাই সমস্ত আদিবাসীকে গর্জে ওঠার আবেদন জানাচ্ছি। বিজেপি সরকার আদিবাসী বিরোধী সরকার। যারা বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের ঘরটাও মণিপুরের মতো জ্বলবে। সাবধান হয়ে যান। উত্তর প্রদেশেও দলিতদের ওপর অত্যাচার হয়।

স্নেহাশিস চক্রবর্তী- ১৬০০ কিমি রাস্তা বাসে করে এসেছেন বাংলার মানুষ। শুভেন্দু সুকান্তদের বলি বিজপির ক্ষমতা থাকলে এক মাসের মধ্যে এই জমায়েত করে দেখান। টাকা আটকে রেখেছে মোদি সরকার। ৯২ লক্ষ জব কার্ড হোল্ডার অ্যাক্টিভ। রাজঘাটে আমরা গতকাল নীরবে জমায়েত করেছিলাম। সেখান থেকেও পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন তিনি একজন দক্ষ প্রশাসক।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...