Saturday, August 23, 2025

সংঘাত কাটাতে আলোচনা জরুরি: কূটনীতিক সরানোর নির্দেশে সুর নরম কানাডার

Date:

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক চরম আকার নিয়েছে। কানাডার(Canada) ৪১ কূটনীতিককে ভারত থেকে সরানোর নির্দেশ দিয়েছে ভারত। এহেন পরিস্থিতির মাঝে এবার সুর নরম করল কানাডা। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি(Melanie Joly) জানান, দেশের কূটনৈতিক সঙ্কট সমাধানের জন্য নয়াদিল্লির(New Delhi) সঙ্গে ব্যক্তিগত আলোচনা চায়।

দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে সুর নরম করে কানাডার বিদেশমন্ত্রী এদিন জানান, “আমরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছি। কানাডার কূটনীতিকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে এই আলোচনায় থাকব। কারণ আমরা মনে করি ব্যক্তিগত পর্যায়ে কূটনৈতিক আলোচনা হলে সেটাই সবচেয়ে ভালো।” প্রসঙ্গত, খালিস্তানি জঙ্গি নিজ্জরের মৃত্যুতে গত ১৮ সেপ্টেম্বর ট্রুডোর ভারতকে নিয়ে অভিযোগের পর দু’দেশের সম্পর্কে চিড় ধরে। ফলে কূটনৈতিক সঙ্কট চরম আকার নেয়। কানাডার নিরাপত্তা সংস্থা এই ঘটনায় সরাসরি ভারতের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। যদিও ভারতের তরফে কানাডার সব অভিযোগ খারিজ করা হয়। এই পরিস্থিতিতে কানাডায় অবস্থিত ভারতীয় কূটনীতিককে সরানোর নির্দেশ দেয় ট্রুডোর সরকার।

এহেন চাপানউতোর পরিস্থিতির মাঝে ভারতে থাকা কানাডার ৪১ জন কূটনীতিককে সরানোর নির্দেশ দেয় নয়াদিল্লি। ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। নয়াদিল্লি তাদের হাই কমিশনে হেডকাউন্ট কমিয়ে ৪১-এ নামিয়ে আনার নির্দেশ দেয়। কারণ ভারত এবং কানাডায় সমান সংখ্যক কূটনীতিক চায় নয়াদিল্লি। তবে অটোয়াতে ভারতের যা কূটনীতিক তার তুলনায় কানাডার কয়েক ডজন বেশি বলে জানানো হয় নয়াদিল্লির তরফে। এই পরিস্থিতিতে ৪১ জন কূটনীতিককে সরানোর নির্দেশ দিল ভারত।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version