Monday, August 25, 2025

উত্তরবঙ্গের বিপ.র্যয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী: কালিম্পংয়ে সেনা, হেল্পলাইন চালুর নির্দেশ, কর্মীদের ছুটি বাতিল

Date:

উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট (X Handle Post) করার পরে বেলায় নবান্নে মুখ্যসচিব, মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ফোনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিপর্যস্ত মানুষের সাহায্য ২৪ ঘণ্টার হেল্প লাইন খোলার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে এই বিষয়ে জড়িত সরকারি কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশও দেন মমতা।

বিপর্যয় মোকাবিলায় সরকারি হেল্প লাইন নম্বর
০৩৩ ২২১৪ ৩৫২৬
১৮০০ ২১২১৬৫৫
৯০৫১৮৮৮১৭১

সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত। বুধবার দুর্যোগ পরিস্থিতি নিয়ে কালিম্পংয়ে সেনা নামানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির খবর এসেছে রাত তিনটের সময়। উদ্ধারকাজ শুরু হয়েছে। কালিম্পংয়ে প্রচুর ক্ষতি হয়েছে৷ সিকিমের সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন। রাত থেকে আমি নজরদারি করছি৷ আমরা ভারতীয় সেনার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে৷ ও দিকে ডিভিসিতে প্রচুর পরিমাণে জল জমে আছে৷ সেখানেও আশঙ্কা তৈরি হয়েছে ক্ষতি হওয়ার৷ আমরা একটু কম করে জল ছাড়তে বলেছি৷’’

বিপর্যয় মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নির্দেশিকা-

নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
টোল ফ্রি নম্বর চালু- 033-2214 3526
পর্যটন দফতরের অফিসে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
হেল্প নম্বর- 1800-2121655/ 9051888171
সব জেলায় চালু ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম
ত্রাণ শিবিরে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পাঠানোর নির্দেশ
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ
সংশ্লিষ্ট দফতরের সব কর্মীর ছুটি বাতিল

সরকারের তরফে হেল্পলাইন নম্বর চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কয়েক দিন সতর্ক থাকতে বিদ্যুৎ এবং স্বাস্থ্য দফতরের ছুটিও বাতিল করার কথাও বলে মুখ্যমন্ত্রী। রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মমতা। পায়ে চোট লাগায় সশরীরে হাজির হতে পারেননি তিনি। ফোনে নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির পর বিপর্যয় নেমে এসেছে। জাতীয় সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দার্জিলিং, কালিম্পং। জলস্তর নামলে তবেই তিস্তার বাঁধ মেরামতের কাজে হাত দেওয়া যাবে। আপাতত মানুষ জনকে উদ্ধার করা প্রয়োজন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার থেকে প্রায় ১০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। কথা হয়েছে অনীত থাপার সঙ্গে। সেনার সঙ্গেও কথা হয়েছে। তাদের সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত আমরা।” পরে মুখ্যসচিব সাংবাদিকদের জানান, আপাতত কালিম্পংয়ে এক কলাম সেনাকে কাজে ব্যবহার করা হবে।

একদিকে ডিভিসি জল ছেড়েছে, পাঞ্চেত, মুকুটমণিপুর থেকেও জল ছাড়া হচ্ছে, নইলে বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ১ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জল পৌঁছতে তিন দিন সময় লাগে। বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে যাবেন রাজ্যের মন্ত্রী, সরকারের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version