Wednesday, November 5, 2025

মিলল স্বস্তি! রেলের চাকরি দু.র্নীতি মামলায় অবশেষে রেহাই লালুর পরিবারের

Date:

অবশেষে স্বস্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। তবে শুধু লালুই নয়, স্বস্তিতে লালুর স্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) ও তাঁদের পুত্র তথা বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও (Tejashwi Yadav)। জমির বদলে চাকরি দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র (CBI) মামলায় বুধবার তাঁদের জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)।

সূত্রের খবর, গত ৩ জুলাই জমির বিনিময়ে চাকরি মামলায় নতুন চার্জশিট দাখিল করেছিল সিবিআই। আর তারপরই ২২ সেপ্টেম্বর, লালুপ্রসাদ যাদব, রাবড়ি ও তেজস্বীকে সমন পাঠিয়েছিল আদালত। পাশাপাশি লালু ও রাবড়ির দুই কন্যা মিসা ভারতী এবং হেমা যাদবের নামের পাশাপাশি আরও ১২ জনের নাম ছিল চার্জশিটে। অবশেষে সেই মামলায় স্বস্তি লালুর পরিবারের। এদিন রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই বিচারক গীতাঞ্জলি গোয়েল ৩ জনের জামিন মঞ্জুর করেন। এদিকে সিবিআইয়ের দাবি, লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকার সময় বিভিন্ন ‘অযোগ্য’ ব্যক্তিকে মুম্বই, জব্বলপুর, কলকাতা-সহ রেলের বিভিন্ন জোনে চাকরি পাইয়ে দেন। অভিযোগ, অবৈধ উপায়ে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা বা জমি নিয়েছিল লালুর পরিবার এবং ঘনিষ্ঠ নেতারা।

তবে এদিন জামিন পাওয়া প্রসঙ্গে তেজস্বীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি একটি আইনি বিষয়। আমরা আজ আদালতে গিয়েছিলাম। আদালত আমাদের জামিন দিয়েছে।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version