Sunday, January 18, 2026

মণিপুরে হিংসার ৫ মাস, প্রধানমন্ত্রী মোদিকে ৪ প্রশ্নে বিঁধল কংগ্রেস

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) মণিপুর(Manipur ) এবং সেখানকার জনগণকে “সম্পূর্ণরূপে পরিত্যাগ” করেছেন। বুধবার মণিপুরে জাতিগত হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমনই অভিযোগ করল কংগ্রেস(Congress)। কংগ্রেস নেতা জয়রাম রমেশ(Jai Ram Ramesh) এক বিবৃতিতে বলেন, “এর আগে কখনও কোনও প্রধানমন্ত্রী এভাবে একটি রাজ্য এবং তার সমগ্র জনগণকে এভাবে পরিত্যাগ করেননি। বিজেপি এই রাজ্যে জয়লাভের প্রায় ১৫ মাস পর মণিপুরে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এটা প্রমাণ করে বিজেপি সরকারের নীতি এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারগুলি কতটা জঘন্য।”

উল্লেখ্য, গত ৩ মে মণিপুরে প্রথম সংঘর্ষ শুরু হয়। হিংসা দ্রুত রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। ধাপে ধাপে জাতিগত হিংসা গুরুতর আকার ধারণ করে। তারপর থেকে রাজ্যে কমপক্ষে ১৭৫ জন মারা গেছে এবং ৫০,০০০ জনেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন। রমেশ এদিন অভিযোগ করেন, মণিপুরের হিংসা “তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারের বিভাজনের রাজনীতির কারণে শুরু হয়েছে।” কংগ্রেস নেতা বলেন, রাজ্য এবং কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সরকারগুলি উপহাসের পাত্র হয়ে উঠেছে।

তিনি বলেন, “আসলে, বিষয়গুলি খারাপ থেকে অতি খারাপে পরিণত হয়েছে। সামাজিক সম্প্রীতি সম্পূর্ণ ভেঙে গেছে। হিংসা অপরাধের ভয়ঙ্কর বিবরণ প্রতিদিনই উঠে আসছে। হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে ত্রাণ শিবিরে যাচ্ছে। সশস্ত্র বাহিনী এবং রাজ্য পুলিশের মধ্যে সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।” জয়রাম রমেশ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান, “প্রধানমন্ত্রী শেষ কবে মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন? প্রধানমন্ত্রী শেষ কবে মণিপুরের বিজেপি বিধায়কদের সাথে দেখা করেছিলেন? শেষ কবে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে সে রাজ্যের মন্ত্রিপরিষদের সাথে আলোচনা করেছিলেন?

spot_img

Related articles

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...

ডাকটিকিটে দেব! আবেগে আপ্লুত অনুরাগীরা

সাংসদ-অভিনেতা দেবের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক ঐতিহাসিক পালক। ভারতীয় ডাকবিভাগের প্রকাশিত বিশেষ ডাকটিকিটে স্থান পেল ঘাটালের...

বিজেপির ধর্মীয় অনুষ্ঠানে কলেজের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ! উত্তেজনা ঝাড়গ্রামে

বিজেপির ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তেজনা ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের মানিকপাড়ায় অবস্থিত মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কর্মচারীদের কাছ থেকে...