Saturday, August 23, 2025

বৃষ্টি বাড়াচ্ছে বিপদ। প্রাকৃতিক দুর্যোগে (Natural Disaster)ভাসছে হুগলি। নিম্নচাপের ইউ-টার্ন নেওয়ার জেরে ইতিমধ্যেই খানাকুল, তারকেশ্বরের (Tarkeswar) বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ফুঁসছে দামোদর। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির চলবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে লাল সর্তকতা এবং দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হড়পা বানের (Flash Flood) সম্ভাবনা রয়েছে রাজ্যে। জেলায় জেলায় পরিদর্শকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন।

বুধবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরছে। তবে সপ্তাহান্তের আগে ছবিটা বদলাবে না। এমনিতেই সিকিমের দুর্যোগের জেরে উত্তরবঙ্গ নিয়ে চিন্তা বাড়ছে। নবান্নে কন্ট্রোল রুম খুলেছেন মুখ্যমন্ত্রী। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। প্রবল বর্ষণের ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামার আশঙ্কা সবথেকে বেশি।

কিন্তু কেন এই আবহাওয়ার ভোলবদল? হাওয়া অফিসের কর্তারা বলছেন,  নিম্নচাপটি সাগর থেকে ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে এসে ঝাড়খণ্ডে প্রবেশ করেছিল। কিন্তু পরে হঠাৎ সেটি পথ বদল করে আবার বাংলায় প্রবেশ করেছে নিম্নচাপ। তার সঙ্গে এখন দোসর হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই গতিবিধির আচমকা বদলেই তুমুল প্রাকৃতিক বিপর্যয়।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version